আসন্ন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত মোট ১০টি আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপ পরবর্তীতে বাংলাদেশের প্রথম সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বছরের অক্টোবরে অজিদের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে তারা। একই মাসে আফগানিস্তানের বিপক্ষে দুটি টি-২০ খেলবে বাংলাদেশ।
এর আগে অর্থাৎ সেপ্টেম্বরে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আইসিসি কর্তৃক জিম্বাবুয়ের সদস্যপদ বাতিলের কারণে সিরিজটি অনিশ্চিয়তা পড়েছে।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল এই টি-২০ সিরিজের সঙ্গে ওয়ানডে ম্যাচ এড করে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজাকে বিদায় দিবে। কিন্তু সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এরপর নভেম্বরে ভারতের মাটিতে ২টি টেস্ট এবং ৩ টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। এছাড়া পরের বছরের শুরুতেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তাদের সঙ্গে ২টি টেস্ট এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারী টিম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন