শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফি-সাকিব দ্বন্দ্ব নিয়ে যে সমাধান চায় বিসিবি

মাশরাফি-সাকিব দ্বন্দ্ব নিয়ে যে সমাধান চায় বিসিবি

Avatar

রবিবার, আগষ্ট ৪, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলে এতোমধ্যেই দল পরিবর্তন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটস ছেড়ে এবার নতুন করে নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে। অন্যদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিপিএলের নিয়ম অনুযায়ী এক দলে দুজন এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় খেলতে পারবেনা। মাশরাফির সঙ্গে চুক্তি নিয়ে নতুন করে আলোচনা না করেই সাকিবকে দলে ভিড়িয়েছে রংপুর। এদিকে রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় সাকিবের সঙ্গে রিটেইন করতে পারছেনা ঢাকা ডায়নামাইটস। ফলে দুইবারের রানার্সআপরা বর্তমানে তারকা শূন্য রয়েছে।

এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বিসিবি। বিসিবির সহসভাপতি মাহবুব আনাম জানিয়েছেন, আগামী সোমবার গভর্নিং বডির কাউন্সিলের জরুরী সভা অনুষ্ঠিত হবে। সেখানেই এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও জানান, সাকিব রংপুরের যাওয়ায় দুটি সমস্যা হয়েছে। রংপুরে দুজন আইকন কিন্তু ঢাকায় একজনও নেই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এর সমাধান করা হবে। আগামী ৬ ডিসেম্বর বিপিএলের আসর শুরু হচ্ছে। এই আসরে থাকছেনা চিটাগং ভাইকিংস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন