শিরোনাম

প্রচ্ছদ /   তবে কি আর ওয়ানডে খেলবেনা বাংলাদেশ!

তবে কি আর ওয়ানডে খেলবেনা বাংলাদেশ!

Avatar

শনিবার, আগষ্ট ৩, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বকাপের পর সম্প্রতি বাংলাদেশ জাতীয় দল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলে এসেছে। সেখানে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে তামিমরা।

এদিকে এই সিরিজের পর এখন আর আগামী ১০ মাস বাংলাদেশ জাতীয় দলের কোন ওয়ানডে সিরিজ নেই। আইসিসির সূচি অনুযায়ী বাংলাদেশের ওয়ানডে সিরিজ ঠিক ১০ মাস পর। এই সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলবে। তবে সেটা টি-টুয়েন্টি এবং টেষ্ট ম্যাচ।

বাংলাদেশের গত ৬ মাস ব্যাপক ব্যস্ততা ছিল ওয়ানডে ক্রিকেটে। তবে এবার আগামী ১০ মাসই নেই কোন ওয়ানডে ম্যাচ। আগামী বছর এ মাসে বাংলাদেশ যাবে আয়ারল্যান্ডে সিরিজ খেলতে। সেখান থেকেই বাংলাদেশের ওয়ানডে সিরিজের যাত্রা হবে।

মুলত আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর সেই কারণেই টি-টুয়েন্টিকে গুরত্ব দিচ্ছে বাংলাদেশ। একই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে গুরুত্ব পাচ্ছে এই ফরম্যাটের ম্যাচ।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেও যে প্রত্যাশা ছিল বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে, বিশ্বকাপ ও পরবর্তী সময়ে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তখনই বাংলাদেশ দলের খেলার মান নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানের হার যেন প্রশ্নটি আরও জোরালো হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন