শিরোনাম

প্রচ্ছদ /   প্রস্তাব পেলে ভেবে দেখবো বিপিএল খেলব কিনাঃ রশিদ খান

প্রস্তাব পেলে ভেবে দেখবো বিপিএল খেলব কিনাঃ রশিদ খান

Avatar

শনিবার, আগষ্ট ৩, ২০১৯

প্রিন্ট করুন

আফগান খেলোয়াড়রা বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে সমালোচনা করেন। তবে বিপিএল খেলার জন্য তাদের আগ্রহ আগের থেকেই। যেখানে বিপিএল খেলার জন্য গেইল, বাটলার। ওয়ার্নাররা এসেছিলেন গতবার কিন্তু এই আসরে খেলার জন্য না করে দিয়েছিলেন রশিদ খান।

আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছিলো সমালচনার। তবে এবার এই নিয়ে মুখ খুললেন রশিদ খান নিজেই। এই ব্যাপারে তিনি বলেন ,’ আসলে কি সামনে বিশ্বকাপ। তাই এখন ভাবছি ফ্রেঞ্চাইজি ক্রিকেট নিয়েই থাকবো। আর বিপিএলের মান ভালো। তাই বিপিএল থেকে প্রস্তাব পেলে ভেবে দেখবো।’ উল্লেখ্য যে, এই বছরেই মাঠে গড়াচ্ছে এবারের আসর। সেই আসরেই আসছেন বিভিন্ন নামীদামী তারকারা।

আফগানিস্তান তাদের মাত্র ২০ বছরের লেগ স্পিনার রশিদ খানকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিয়োগ করেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচই হবে অধিনায়ক হিসাবে তার প্রথম পরীক্ষা। রশিদ খান ক্রিকেটের তিন ফরম্যাটেই – টি২০, একদিনের ম্যাচ এবং টেস্ট ক্রিকেটে – দলের নেতৃত্ব দেবেন।

বিশ্বকাপের আফগানিস্তানের হতাশাজনক পারফরমেন্স এবং সাম্প্রতিক সময়ে ভেতর নানা কোন্দলের প্রেক্ষাপটে নাটকীয় এই সিদ্ধান্ত এলো। বিশ্বকাপে তাদের নয়টি ম্যাচেই হেরেছে আফগানিস্তান। বিশ্বকাপের ঠিক আগেই হঠাৎ করে আসগর আফগানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে নিয়ে গুলবুদিন নাইবকে ৫০ ওভারের ম্যাচের জন্য দলের অধিনায়ক করা হয়। টেস্ট দলের জন্য অধিনায়ক করা হয় রহমত শাহকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন