শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশের কোচ হতে যে দুই শর্ত দিলেন জয়াবর্ধনে

বাংলাদেশের কোচ হতে যে দুই শর্ত দিলেন জয়াবর্ধনে

Avatar

শনিবার, আগষ্ট ৩, ২০১৯

প্রিন্ট করুন

একসময় শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন। দিয়েছেন অনেক বছর দলের নেতৃত্ব। ব্যাট হাতে নিজের ক্রিকেট জীবনে একের পর এক তান্ডব দেখিয়েছেন জয়াবর্ধনে। এবার যে কোচিং ক্যারিয়ারেও বেশ সফল তিনি। ইতিমধ্যেই তিনি আবেদন করেছেন বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য।

এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দিন বলেন, ‘ভারতের কোচ হওয়ার দৌড়ে আছেন অনেকে। ভারত কোচ নিয়োগ দেওয়ার পর আমরা জোরেশোরে নামব। অনেকের সঙ্গেই কথাবার্তা হয়ে আছে। আমরা পূর্ণ সময়ের জন্য কোচ চাই, যার আন্তর্জাতিক পরিচিতিও রয়েছে।’ এই দৌড়ে মাহেলা জয়াবর্ধনেও আছেন।

টাইগারদের কোচ হতে মাসে ৫৫ হাজার ডলার চেয়েছেন মাহেলা। কিন্তু শর্ত দিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজি লীগের জন্য ছাড় চান তিনি। এখন দেখার বিষয় এই যে রাকে বিসিবিতে আনা হয় কিনা!

উল্লেখ্য, কিছুদিন আগে নতুন কোচের জন্য ভারতের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়। তখন ভারতের কোচ হিসেবেও আগ্রহ প্রকাশ করেন জয়াবর্ধনে। তিনি বর্তমানে ভারতের ফ্র্যাঞ্জাইজি লীগ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবে দায়িত্বরত আছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন