শিরোনাম

প্রচ্ছদ /   আজ রাতেই দেশ ছাড়ছেন সাকিব

আজ রাতেই দেশ ছাড়ছেন সাকিব

Avatar

শুক্রবার, আগষ্ট ২, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বকাপের পরেই একটু অবসর সময় কাটাতে স্ত্রী ও কন্যাকে নিয়ে ফ্রান্স, সুইজারল্যান্ডে ঘুরেছেন সাকিব আল হাসান। দেশে ফিরেছেনে এই কয়েকদিন হল। দেশে ফিরেই গুরুত্বপূর্ণ বেশকিছু কাজ সেরেছেন। এবার ব্যক্তিগত কাজগুলো শেষ করে এবার হজ্জ্বে যাচ্ছেন তিনি। দ্বিতীয়বারের মতো পবিত্র হজব্রত পালনে আজ রাতেই ঢাকা ছাড়বেন সাকিব। তবে এবার সঙ্গে নিয়ে যাবেন নিজের মমতাময়ী মা কে।

আজ রাত ১১টার ফ্লাইটে মাকে নিয়ে সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সাকিবের। এসময় তাকে বিদায় জানাতে পরিবারের লোকজনের উপস্থিত থাকাবেন। মাকে নিয়ে হজে যাওয়ার জন্য স্ত্রী ও কন্যা আলাইনা হাসান অব্রিকে যুক্তরাষ্ট্রে রেখে একাই দেশে ফিরেছিলেন তিনি।

উল্লেখ্য, সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে হজে গিয়েছিলেন সাকিব। তবে এবার নিজে ব্যক্তিগতভাবেই হজে যাচ্ছেন।  সেসময় অত দীর্ঘ সময়ের প্যাকেজ ছাড়া ৭-৮ দিনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতোই হজ পালন করেছিলেন সাকিব।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন