শিরোনাম

প্রচ্ছদ /   ১১৭ বছরের যে রেকর্ড ভাঙ্গলেন স্মিথ

১১৭ বছরের যে রেকর্ড ভাঙ্গলেন স্মিথ

Avatar

শুক্রবার, আগষ্ট ২, ২০১৯

প্রিন্ট করুন

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মধ্যকার ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ এরই মধ্যে মাঠে গড়িয়েছে। গতকাল ১ আগস্ট থেকে শুরু হয়েছে এই টেস্ট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৮৪ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

দলের বাকি ব্যাটসম্যানরা যেখানে একের পর এক উইকেট হারাতে থাকে সেখানে ব্যাট হাতে একাই লড়ে যান স্টিভেন স্মিথ। চারে নেমে শেষ পর্যন্ত লড়াই করে যান স্মিথ। খেলেন ১৪৪ রানের দারুণ এক ইনিংস। তার ব্যাটেই ২৮৪ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। এরই ফলে নতুন এক রেকর্ড গড়েছেন স্মিথ।

১১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গেছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ শুরুর প্রথম দিন ১৪৪ রানের ইনিংসই তাকে নতুন রেকর্ডে পৌঁছে দিয়েছে। ১৯০২ সালে ইংল্যান্ডের জনি তিলেস্লে অ্যাশেজ সিরিজ শুরুর দিন ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন। এটিই ছিল ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ শুরুর দিনে ব্যক্তিগত সর্বোচ্চ। ১৪৪ রান করে সেই রেকর্ড নিজের করে নিলেন স্মিথ।

দারুণ কীর্তি গড়েও কোথাও নেই ব্রডের নাম। অবশ্য থাকার কথাও নয়। কেননা নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস যে খেলে ফেলেছেন স্মিথ। ব্রডের মতো তার সেঞ্চুরিটি ১৬ মাস পরে নয়, তিনি বরং টেস্টই খেলতে নেমেছেন ১৬ মাস পরে। আর তাতেই বাজিমাত বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যানের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন