চলতি বছরের ডিসেম্বরে বসবে বিপিএলের সপ্তম আসর ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান ৬ তারিখ উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে সপ্তম আসরের।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে রংপুরের হয়ে মাঠে নামবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
কিন্তু এই অলরাউন্ডারের বাহিরে দুজন বিদেশি খেলোয়ার রংপুরের হয়ে খেলবেন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।
গত বুধবার (২৮ জুলাই) ব্রাভো-নবীর সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করে রাইডার্সের প্রধাণ নির্বাহী ইশতিয়াক সাদিক।য়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও বিপিএলে খেলেছেন ঢাকা ডাইনামাইটস, চিটাগাং কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। মোহাম্মদ নবী এর আগেও বিপিএল খেলেছেন। চিটাগাং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বিপিএলের সপ্তম আসরে থাকছেনা চিটাগং ভাইকিংসের মালিকানা। সে কারনে চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি বিক্রির সাথে আরো একটি ফ্র্যাঞ্চাইজি যোগ করতে চায় বিসিবি। সম্ভবত সেই দলটি হতে পারে বরিশাল। এই দুই ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহীদের বিজ্ঞপ্তিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন