শিরোনাম

প্রচ্ছদ /   করুনারত্নের মন্তব্যের কঠিন জবাব দিলেন সাকিব

করুনারত্নের মন্তব্যের কঠিন জবাব দিলেন সাকিব

Avatar

বৃহস্পতিবার, আগষ্ট ১, ২০১৯

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শেষে এরই মধ্যে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এদিকে হজ পালনের উদ্দেশ্যে শ্রীলঙ্কা সফর থেকে বিশ্রাম নেন বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তবে লঙ্কান সফরে সাকিব থাকলে শ্রীলঙ্কা এত সহজে জয় পেত না বলেই স্বীকার করেন দলটির অধিনায়ক দিমুথ করুণারত্নে।

করুণারত্নের সেই মন্তব্যের জবাবে সাকিব বলেন, ‘দেখুন বলা যায় না। ক্রিকেট এক বলের খেলা। হয়তো তিনটা ভালো বলে তিনদিন আমি আউট হয়ে যেতে পারতাম। তখন আমার পক্ষ থেকে কোনো অবদান রাখা হতো। আমি একটা জিনিস মনে করি, যখন কোনো খেলোয়াড় শারীরিক বা মানসিকভাবে ফিট না থাকে তখন তার খেলা ঠিক না। কারণ এতে কাজটা কঠিন হয়ে যায়। আমি মনে করি পারফরম্যান্সের ক্ষেত্রেও এ জিনিসটা অনেক প্রভাব ফেলে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা যখন পরিত্যক্ত হয়ে গেলে, আমরা খেলতে পারলাম না। তখন সবাই বলছিলো যে আমাদের নিশ্চিত দুই পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। কিন্তু এ সিরিজটা প্রমাণ করে দিল যে সে দুই পয়েন্ট নিশ্চিত ছিলো না।’

‘হয়তো জিততে পারতাম, আবার হারতেও পারতাম। এ সিরিজের কথা বললে অবশ্যই হতাশার। সিরিজ হারলেও, যদি একটা ম্যাচ জিততে পারতাম তাহলে হয়তো আত্মবিশ্বাসটা ঠিক থাকত। হয়তো এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পুরো প্ল্যান করে আগামী ৩-৪ বছরের জন্য এগুনোর’-যোগ করেন সাকিব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন