ডেঙ্গু মহামারি আকার ধারণ করে পুরো দেশেই এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। সবাইকে তাই সচেতন হওয়ার পরার্শ দিয়েছেন সাকিব। বৃহস্পতিবার বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমে তিনি বলেছেন, ‘এ বছরের মতো কোনোবারই ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু এতটা মহামারি আকার ধারণ করেনি। সবার জানা দরকার, বোঝা দরকার যে জিনিসটা কতটা সিরিয়াস হতে পারে।’ রাজধানীসহ সারা দেশে মশা বাহিত ডেঙ্গু জ্বর প্রতিরোধে সবার সচেতনতা বাড়ানো উচিৎ বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমার একবার ডেঙ্গু হয়েছে। তাই আমি জানি এটা কত কষ্টকর।’
আজ ১ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতনে এসেছিলেন নন্দিত এই অলরাউন্ডার। সেখানে ডেঙ্গুবিরোধী প্রচারণায় অংশ নেন। স্কুলের ছাত্র ছাত্রীদের সামনে সচেতনামুলক বক্তব্য শেষে মশার ওষুধ ছিটিয়ে প্রচারণার সমাপ্তি টানেন সাকিব।
এ সময় সাকিব বলেন, ‘দেশে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এবছরের মতো কোনবারই ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু এতটা মহামারি আকার ধারণ করেনি। আর যেহেতু এবছর যেহেতু সিরিয়াসভাবেই শুরু হয়েছে এবং অন্যান্য জেলাতেও ছড়িয়ে পরেছে।’
সাকিব আল হাসান আরও বলেন, ‘যারা ঢাকাতে তারা বহন করে তাদের জেলাতেও নিয়ে যাচ্ছে, সিরিয়াসনেসটা সবার মধ্যে থাকা দরকার। তাদের জানা দরকার, বোঝা দরকার যে জিনিসটা কতটা সিরিয়াস হতে পারে। হয়ত আামার পরিবার বা আমি আক্রান্ত না। কিন্তু যে বা যার পরিবার আক্রান্ত তার জন্য এটা অনেক বড় কষ্টের বিষয়।’
এ সময় সাকিব বলেন, ‘দেশের অনেকে সিভিয়ার অবস্থায় আছে, অনেকে মারা যাচ্ছে। যারা সচেতন মানুষ, ডাক্তার থেকে শুরু করে বড় বড় পর্যায়ে আছে, তারাও মারা গিয়েছে। আমাদের জন্য ভয়ানক বিষয়। সবার উচিত এই সম্পর্ক সচেতনতা বাড়ানো।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন