ব্যাট হাতে নিজের সময়ে অনেক দুর্দান্ত ছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর এই গাঙ্গুলিরই বাংলাদেশ দলের কোচ নিয়ে চলছে আলোচনা। এবার গাঙ্গুলি জানালেন বাংলাদেশ দলের সাথে কাজ করার আগ্রহ আছে তার।
বাংলাদেশ ক্রিকেটে সবসময় পাশে পাশে পেয়েছে সৌরভকে। বাংলাদেশ দলের কোচ কিংবা পরামর্শক হিসেবে সুযোগ এলে কাজ করবেন তিনি? এ ব্যাপারে সৌরভ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি সব সময় প্রস্তুত।
কিন্তু সেটা কতো দিন বা কতোটা সময় সেটা ডিপেন্ড করে। দেখা যাক, এখন তো আর সেসব নিয়ে ভাবিনি। তবে বাংলাদেশ ক্রিকেট কে সাহায্য করতে আমি সব সময় প্রস্তুত’। তাদের সাথে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি।’
বিশ্বকাপের পরেই বাংলাদেশের কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। শ্রীলঙ্কা সিরিজে খালেদ মাহমুদ সুজনকে ভারপ্রাপ্ত কোচ করে দলকে পাঠানো হয়। কিন্তু তার অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এছাড়া সিরিজ চলাকালে ক্যাসিনোতে গিয়ে এক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। যদিও বলেছেন সেখানে খেলতে নয় খেতেই গিয়েছিলেন সুজন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন