বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চলছে। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলেছে টাইগাররা। সেই দুই ম্যাচেই ইংলিশদের হারিয়েছে বাংলাদেশ। আজ তৃতীয়বারের মত মুখোমুখি হয়েছে এই দুইদল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।
মাত্র ৪ রান করেই ফিরেন পারভেজ। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন তানজিদ ও মাহমুদুল। কিন্তু ব্যক্তিগত ৪১ রান করে ফিরেন মাহমুদুল। অন্যদিকে ১০১ বলে ১৩ চার ও ২ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান তামিম। তবে ১১৭ রান করে সাঝঘরে ফিরেন তিনি।
অন্যদিকে ৩১ রান করে রান আউটের শিকার হয়ে সাঝঘরে ফিরেন তৌহিদ হৃদয়। রানের খাতা না খুলেই রান আউটের ফাঁদে পড়ে ফিরেন শাহাদাতও। এরপর ১ রান করে ফিরেন শামীম। রানের খাতা না খুলে রান আউটের শিকার হয়ে ফিরেন মৃত্যুঞ্জয়। এরপর ১ রান করে ফিরেন সাকিব। এরই ফলে ৪৭.১ ওভারে ২২৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ২২৫ রান।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলঃ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শাহীন আলম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন