শিরোনাম

প্রচ্ছদ /   তামিমের অবসর চান সাকিব!

তামিমের অবসর চান সাকিব!

Avatar

বৃহস্পতিবার, আগষ্ট ১, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সময় এসেছে বলে মনে করেন। এছাড়া তিন-চার বছর বা দীর্ঘমেয়াদী পরিকল্পনাই কেবল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে বিশ্বাস বিশ্বের অন্যতম সেরা এই অললরাউন্ডারের।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের কোনোটিতেই সামান্যতম লড়াই করতে পারেনি তামিম ইকবালের দল। তাই দেশের ক্রিকেটের সঙ্কটপূর্ণ অবস্থা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার (১ আগস্ট) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক একটি  কার্যক্রমে অংশ নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেখানে সাকিব বলেন, ‘এমন সময় একজন ক্রিকেটারের যেতেই পারে। আমার মনে হয় তামিমের জন্য এখন উচিত হবে খুব ভালো একটা বিশ্রাম নেওয়া। নিজের ছন্দ ফিরে পাওয়া, টগবগে হওয়া এবং দারুণভাবে ঘুরে দাঁড়ানো। আমি নিশ্চিত, ও এটা করবে।’

বিশ্রামের যুক্তি তুলে ধরে এই তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি একটা বিষয় বিশ্বাস করি, আমার ব্যক্তিগত ধারণা যে, একজন খেলোয়াড়ের তখনই খেলা উচিত, যখন সে তৈরি থাকে। যখন তৈরি না থাকে কেউ, তখন খেলা উচিত না। পুরো ফিট না থাকলেও খেলা উচিত না। আমি মনে করি, পারফরম্যান্সের ওপর বড় ভূমিকা রাখে আপনি কতটা ফিট কিংবা কতটা আনফিট।’

কোনো খেলোয়াড় বলে তার নিজের বিশ্রাম নেওয়া উচিত বা কোচিং স্টাফ বলে তার বিশ্রাম নেওয়া উচিত বলে মনে করেন তিনি। এছাড়া তখন খেলোয়াড় এবং কোচিং স্টাফদের উভয় পক্ষের তা বোঝা উচিত মন্তব্য করেন সাকিব। ভারতের কোহলি সহ অনেকেই এমনকি অনেক সিরিজে সবাইকেই বিশ্রাম দেয়া হয়েছে বলেও উদাহরণ টানেন সাকিব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন