শিরোনাম

প্রচ্ছদ /   লজ্জা এড়াতে যে টার্গেট পেল বাংলাদেশ

লজ্জা এড়াতে যে টার্গেট পেল বাংলাদেশ

Avatar

বুধবার, জুলাই ৩১, ২০১৯

প্রিন্ট করুন

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আর সিরিজ খুইয়েছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচটাকে চোখ রেখেছিল শুধু লজ্জা এড়ানোর জন্য। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য আজকের ম্যাচে যেভাবেই হোক জয় তোলে নিতে হবে বাংলাদেশকে।

তবে কাজটা হয়তো কঠিনই হতে যাচ্ছে টাইগারদের কাছে। কারণ, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৯৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে এই বিশাল সংগ্রহ গড়ে তোলে শ্রীলঙ্কা। ম্যাথিউজ করেন সর্বোচ্চ ৮৭ রান। কুশল মেন্ডিস আউট হন ৫৪ রান করে।

এই সিরিজে এখনো পর্যন্ত নিজেদের সেরা খেলাটা খেলতে পারছেনা বাংলাদেশ। কোন ম্যাচেই হাসছেনা ব্যাটসম্যানদের ব্যাট। বোলাররাও পারছেনা নিজেদের মেলে ধরতে। ২০১৭ সালের পর বাংলাদেশে প্রথমবারের মত এত বাজে খেলছে ওয়ানডে ফরম্যাটে। ২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ টানা চারটি ওয়ানডে ম্যাচে হেরেছে।

আজ তাই হারের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে মরিয়া বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে প্রথমে বোলিং করতে হচ্ছে।এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে বাদ পড়েছেন মুস্তাফিজ। সাথে বাদ পড়েছেন মোসাদ্দেক। দলে এসেছেন রুবেল হোসেন ও এনামুল হক বিজয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন