শিরোনাম

প্রচ্ছদ /   হোয়াইট ওয়াশের লক্ষ্যে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা

হোয়াইট ওয়াশের লক্ষ্যে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা

Avatar

বুধবার, জুলাই ৩১, ২০১৯

প্রিন্ট করুন

২০১৭ সালের পর বাংলাদেশে প্রথমবারের মত এত বাজে খেলছে ওয়ানডে ফরম্যাটে। ২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ টানা চারটি ওয়ানডে ম্যাচে হেরেছে। আজ শেষ ম্যাচে তাই জয় দিয়েই শেষ করতে চায় বাংলাদেশ। কেননা, আজকের ম্যাচে হারলেই রেটিং পয়েন্টে অনেকটাই পিছিয়ে যাবে টাইগাররা।সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। প্রথম দুটি ম্যাচে হেরে সেখান থেকে এরই মধ্যে নেমে গেছে ৯০তে। এখন আজকেও যদি হারে তাহলে সেটা আরও এক কমে যাবে। হবে ৮৯। যদি আজকে জিতে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাড়াবে ৯১।

আজ শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে সফরকারীরা রয়েছে লজ্জার রেকর্ডের মুখোমুখি। এই সিরিজে এখনো পর্যন্ত নিজেদের সেরা খেলাটা খেলতে পারছেনা বাংলাদেশ। কোন ম্যাচেই ব্যাটসম্যানদের ব্যাটে রান আসছেনা।বোলাররাও পারছেনা  উইকেট শিকার করতে।

নিজেদের মাটিতে কতটা শক্তিশালী লঙ্কনরা সেটি বাংলাদেশকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিল তারা। আজ প্রেমাদাসায় কে হাসবে? কার প্রেমে হাবুডুবু খাবে কলম্বোর ঐতিহাসিক স্টেডিয়ামটি। সেটির জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।তবে বলার অপেক্ষা রাখে না আজ কঠিন মহারণ দেখার অপেক্ষা তামাম ক্রিকেট দুনিয়া। আর এই মহারণে ভোজভাজি দেখাতে চাইবে শ্রীলঙ্কা। সে লক্ষ্যে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা।

বাংলাদেশের শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, ফার্নান্দো, কুশল মেন্ডিস, ম্যাথিউস, দাসুন সানাকা, জয়সুরিয়া, উসরু উদানা, অকিল ধনাঞ্জয়া, নুয়্যান প্রদিপ ও কুমারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন