শিরোনাম

প্রচ্ছদ /   সর্বকালের সেরা যে পাঁচ নাম্বারে মুশফিক

সর্বকালের সেরা যে পাঁচ নাম্বারে মুশফিক

Avatar

বুধবার, জুলাই ৩১, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজে দ্বিতীয় ম্যাচেও সফরকারী বাংলাদেশ হেরেছে। তবে দল হারলেও ব্যাটিংয়ে হাল ধরেছিলেন মুশফিক। ৯৮ রান করেছিলেন তিনি। কিন্তু তিনি যে নৌকার হাল ধরেছেন সেই নৌকা তবুও সামলানো যাচ্ছে না।দলের সব ব্যাটসম্যানই এই সিরিজে যেন অসহায় হয়ে পড়েছেন। রান উঠছেনা কারও ব্যাটেই। তাই বাংলাদেশও টানা দুই ম্যাচেই চরম ভাবে পর্যদুস্ত হয়েছে লঙ্কানদের কাছে।

এই সিরিজে দ্বিতীয় ম্যাচে মুশফিক তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়ানডে ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে পূর্ণ করেছেন ১০ হাজার রান। মুশফিক ব্যাটসম্যান। তবে তার আরেকটি পরিচয় আছে।

সেটা হল তিনি একজন উইকেটকিপার। আর উইকেটকিপার মুশফিক সর্বকালের সেরা পাঁচজনের মধ্যে জায়গা করে নিয়েছেন।মুশফিকের ৬ হাজার রানের মধ্যে ৫৫৬৮ রান এসেছে উইকেকিপার হিসেবে। এই রান নিয়ে তিনি আছেন তালিকার ৫ম স্থানে।

উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি রান সাঙ্গাকারার। তার রান ১৩ হাজার ৩৪১। দুই নম্বরে আছেন ধোনি। তার রান ১০ হাজার ৭৭৩ রান। তিনে আছেন গিলক্রিষ্ট। ৯ হাজার ৪১০ রান। চারে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার রান ৫ হাজার ৭৪৫।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন