জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক আনোয়ারুল কবির শামীম গত সোমবার মারা গেছেন। তাকে শ্রদ্ধা জানাবে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার শ্রীলংকার কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে।
সোমবার সকালে ঢাকায় একটি ক্লিনিকে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।জাতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ও উইকেটকিপার তিনি। ১৯৭৬-৭৭ মৌসুমে ইংল্যান্ডের মেরিলিবন ক্রিকেট ক্লাব (এমসিসি) বাংলাদেশ সফরে আসে। এমসিসির বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন শামীম কবির।
বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া বাংলাদেশ, শ্রীলংকা সফরেও জয়ের সিরিজ হেরেছে তারা। শ্রীলংকার ইতিহাসের অন্যতম দুর্বল দলের কাছে পাত্তাই পাচ্ছে না টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে ইতিমধ্যেই ট্রফি হাতছাড়া করেছে বাংলাদেশ।
একমাত্র মুশফিকুর রহিম ছাড়া তেমন কেউই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না। যে কারণে হারের বৃত্তেই আটকে আছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। হোয়াইট হোয়াশ এড়াতে হলে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওডিআইতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী পরে খেলবেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন