শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশী যে তরুণীর সঙ্গে পাকিস্তানী ক্রিকেটার শাদাবের প্রেম

বাংলাদেশী যে তরুণীর সঙ্গে পাকিস্তানী ক্রিকেটার শাদাবের প্রেম

Avatar

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯

প্রিন্ট করুন

পাকিস্তান দলের অন্যতম স্পিনার অলরাউন্ডার শাদাব খান। বল হাতে ঘূর্ণি দেখানোর সাথে সাথে নিজের নাম অনেকটাই উজ্জ্বল করে নিয়েছেন শাদাব খান। বল হাতে দেখিয়েছেন একের পর এক তান্ডব।

এবার শাদাব খানের ব্যাপারে উঠে এসেছে এক অদ্ভুত ব্যাপার। পাকিস্তানী পত্রিকার মতে শাদাব খানের সাথে একটি বাংলাদেশি মেয়ের প্রেমের সম্পর্ক আছে। যদিও মেয়েটির পরিচয় দেয়নি পাকিস্তানী পত্রিকাটি। তবে তারা জানিয়েছে মেয়েটি বাংলাদেশেরেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে।

সেই সুত্র থেকে আরো জানা যায়, পাঞ্জাবে জন্ম নেওয়া ২০ বছর বয়সী এই ক্রিকেটার। যখন ১৬ বছর বয়স তখন সে তার পরিবারের সাথে কক্সবাজারে ঘুরতে আসে। সেই সময়তেই ইয়াদের সাথে পরিচয় হয়। তবে এই ব্যাপারে শাদাব খানের মুখ থেকে কিছুই জানা যায়নি।

শাদাব খান মিঞাওয়ালী এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা পাকিস্তানী আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে রাওয়ালপিন্ডি রামস, কে-ইলেকট্রিক ও ইসলামাবাদ ইউনাইটেড এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ অলরাউন্ডার হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন