কে. থিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ আসরের সেমিফাইনালে ছত্তিসগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৭ রানের লিড পেয়েছে বিসিবি একাদশ।
দলকে প্রথম ইনিংসে লিড এনে দিতে মূল বোলারদের চেয়ে পার্ট-টাইমাররাই বেশি ভূমিকা পালন করেছেন। সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হকদের বোলিং তোপে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক দেশের দলটি। দ্বিতীয় দিনের ৪ উইকেটে করা ২১০ রান নিয়ে আজ তৃতীয়দিনের খেলা শুরু করে ছত্তিসগড়। স্কোরবোর্ডে আরও ৪৭ রান যোগ করতেই প্রথম ইনিংস শেষ হয় দলটির।
দিনের শুরুতে সবাইকে চমক দেখিয়ে শান্ত’র হাতে বল তুলে দেন মুমিনুল হক। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে সফরকারীদের ব্রেকথ্রু এনে দেন তিনি। মনোজ সিংহ লেগ-বিফোরের ফাঁদে আটকা পড়ে সাজঘরে ফিরেন।
পরের ওভারেই পুনিতকে আউট করেন এবাদত। এর কিছুক্ষণ পর শুভম আগারওয়ালকে আউট করেন শান্ত। এতে করে ২২২ রানে ৭ উইকেট হারিয়ে বসে দলটি। অষ্টম উইকেট জুটিতে বীরপ্রতাপ সিং’কে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্ঠা চালান শশাঙ্ক। ৩৫ রান যোগও করেন তারা।
তাদের জুটিকে এর বেশি বড় হতে দেননি আরিফুল। আক্রমণে এসে ৮৫ রান করা শশাঙ্ককে সাজঘরে ফেরান তিনি। এরপর ব্যক্তিগত ১৩ রানে বীরপ্রতাপকেও সাজঘরের পথ ধরান আরিফুল। আর এতেই প্রথম ইনিংসে ২৫৭ রানে থামে স্বাগতিকরা।
সফরকারী দলের বোলারদের মধ্যে সাইফ, শান ও আরিফুল সর্বোচ্চ দুটি করে উইকেট লাভ করেন। তাছড়া একটি করে উইকেট নিয়েছেন এবাদত ও সানজামুল। এর আগে প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৪ রান যোগ করে সফরকারী বিসিবি একাদশ। যার ফলে প্রথম ইনিংস শেষে স্বাগতিকদের চেয়ে ৭৭ রানে এগিয়ে থাকল সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি একাদশ (১ম ইনিংসে): ১১৫.৫ ওভারে ৩৩৪/১০ সাইফ ৯২, ইয়াসির ৬২, জহুরুল ৬০, মুমিনুল ৪৯, , বীরপ্রতাপ ২৫-৫-৯২-৪।
ছত্তিসগড় (১ম ইনিংসে): ৭৭.৩ ওভারে ২৫৭/১০ রিশাভ ১০০, শশাঙ্ক ৮৫; শান্ত ৪-১-১৩-২, আরিফুল ৪.৩-০-১৩-২, সাইফ ১৩-১-২৬-২।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন