শিরোনাম

প্রচ্ছদ /   টানা ছয় ম্যাচে বোল্ড হওয়া তামিম কি দলের বোঝা!

টানা ছয় ম্যাচে বোল্ড হওয়া তামিম কি দলের বোঝা!

Avatar

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯

প্রিন্ট করুন

চলমান সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম দুটি ম্যাচেই হেরেছে বেশ বড় ব্যবধানে। আর এ দু’টো ম্যাচেই যে বিষয়টি দেখা গেছে, তাহলো দলের ক্যাপ্টেন তামিম ইকবালের একেবারেই অল্প রানে আউট হওয়া। তবে তারচেয়েও বেশী বড় কথা দুটো ম্যাচেই তামিম ইকবালের বোল্ড আউট।

প্রথম ম্যাচে লাসিথ মালিঙ্গা আর দ্বিতীয় ম্যাচে ইসুরু উদানার বলে আউট হয়েছেন তিনি। এছাড়া আউটের আগে তামিম পিচেও লুটিয়েছেন ইয়র্কার লেংথের বল সামলাতে গিয়ে। এ নিয়ে তামিম ইকবাল টানা ছয় ম্যাচে বোল্ড হলেন, যা বিশ্ব ক্রিকেটে একটি রেকর্ড।

তামিম কি দলের বোঝা হয়ে গেছেন সেটা এখন অনেকেরই প্রশ্ন। তবে তামিম ইকবালের শৈশবের ক্রিকেট শিক্ষক নাজমুল আবেদীন ফাহিম সেটা মনে করেন না। তিনি অবশ্য মনে করেন, তামিম দলের বোঝা নন। “সমস্যা আছে অবশ্যই তামিমের, ওর আত্মবিশ্বাসে সবচেয়ে বড় সমস্যা। সে ফুটওয়ার্ক, টাইমিং এসব নিয়ে দ্বিধায় ভোগে। তবে দলের জন্য বোঝা, এটা ভাবা ভুল।”

এছাড়া টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজও হারিয়েছে তামিমরা। এজন্য অধিনায়কত্বে পরিবর্তন সহ তামিমেরও ওয়ানডে অবসর চান ক্রিকেটীয় ভক্তরা। অন্যদিকে আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহর অবসর চান ক্রিকেট ভক্তরা। এ নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে ভক্তদের মাঝে আলোচনা সমালোচনা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন