শিরোনাম

প্রচ্ছদ /   চিটাগাং ভাইকিংসের পরিবর্তে যে দুটি নতুন দল আসছে বিপিএলে

চিটাগাং ভাইকিংসের পরিবর্তে যে দুটি নতুন দল আসছে বিপিএলে

Avatar

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯

প্রিন্ট করুন

এবারের বিপিএলের আগেই তাদের এবারের আসর খেলার কথা না জানিয়ে দিয়েছিলো চিটাগং। এর আগেই গতবারো তারা জানিয়েছিলো যে তারা খেলতে পারবে না। তবে বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক অনুরোধে খেলতে আসে তারা।

কেননা তাদের মাঠ বিপিএলে থাকায় এইখানে দর্শকখড়াতে পড়তে পারে বিপিএল কমিটি। তবে এবার আর তাদেরকে অনুরোধ করছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। তাদের মধ্যে ইতিমধ্যেই আবেদন করে ফেলেছে নোয়াখালীর কয়েকটি ফ্রেঞ্চাইজি। ইতিমধ্যেই কয়েকটির সাথে কথা বলেছে বিপিএল কমিটি। আর সেটিই যদি হয় তাহলে চিটাগংকেই হোমগ্রাউন্ড পেতে যাচ্ছে নোয়াখালী। দুটি আঞ্চলিক দলের কথাই বলা হয়েছে, তাই জোরালো সম্ভাবনা রয়েছে বরিশাল এবং নোয়াখালীর।

বিপিএলের সপ্তম আসরে থাকছেনা চিটাগং ভাইকিংসের মালিকানা। সে কারনে চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি বিক্রির সাথে আরো একটি ফ্র্যাঞ্চাইজি যোগ করতে চায় বিসিবি। সম্ভবত সেই দলটি হতে পারে বরিশাল। এই দুই ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহীদের বিজ্ঞপ্তিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি আমাদের অফিসিয়ালি জানিয়েছে, তারা এবার দল গড়বে না। চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটি আমরা বিক্রি করবো। যে কেউ চাইলে কিনে এর নাসও পরিবর্তন করতে পারবে, এ ছাড়া, আরেকটি দল যোগ করবো আমরা। এ কারণেই দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।’

বিসিবির বিজ্ঞপ্তিটিতে আরো উল্লেখ্য করা হয় যে, এবারের বিপিএল সম্ভাবত ৬ ডিসেম্বর শুরু হবে। আর ফাইনাল হবে ২০২০ সালের ১১ জানুয়ারি। যদি ৭ দলের বিপিএল হয়ে থাকে তবে ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে-অফের নিয়ম আগের মতোই থাকছে। ফাইনালে যদি কোন কারনে ম্যাচ না গড়ায় তবে দু দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন