শিরোনাম

প্রচ্ছদ /   হোয়াইট হোয়াশ এড়াতে যা বললেন সৌম্য

হোয়াইট হোয়াশ এড়াতে যা বললেন সৌম্য

Avatar

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯

প্রিন্ট করুন

বাজে পারফরম্যান্সের কারণে ইতোমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে হেরেছে বাংলাদেশ। এতে সিরিজ  খুইয়েছে তামিমরা। তবে শেষ ম্যাচে তারা ভালভাবে ফিরবে এমনটাই আশা করেছেন ওপেনার সৌম্য সরকার। সোমবার সাংবাদিকদের তিনি এমনটাই আশাবাদ ব্যক্ত করেন। হোয়াইট হোয়াশ বাঁচাতে লড়বে তারা।

দুটি ম্যাচেই চরমভাবে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সৌম্য এটি স্বীকার করেন।  রান খরা কাটানোর জন্য চেষ্টার কমতি রাখছেন না বলেও জানান তিনি। গত ১০ ম্যাচে তিনি ভালো খেলেননি এজন্য আক্ষেপ প্রকাশ করেন। এটা তাকে কষ্ট দিচ্ছে। কেন স্কোর বড় করতে পারছি না তা খোঁজছেন তিনি এবং সে অনুযায়ী অতিরিক্ত অনুশীলন করছেন।

মাঝেমধ্যে নিজের ভুলে আউট হন এমনটাই জানালেন সৌম্য। ক্রিকেটে ভালো ও খারাপ দিন দুই-ই আসে। যদি কিছু সময় আমি ভালো রান করা আবার কিছু সময় রান-ই করতে না পারা। তবে তার এখনও আত্মবিশ্বাস আছে। আমি যদি দুই-তিন ম্যাচে রান করতে পারেন তবে আবার তিনি আত্মবিশ্বাস ফিরে পাবেন।

লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং ও কুশল পেরেরার সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯১ রানে হারে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতেও বিশাল ব্যবধানে হেরেছে তামিম ইকবালরা। এ ম্যাচেও বাংলাদেশের হয়ে একমাত্র মুশফিকুর রহিম ছাড়া আর কেউ নিজেদের মেলে ধরতে পারেনি।  শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পারে কি না তারা এখন দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন