২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলে পেসার হিসেবে ছিলেন আল-আমিন। টুর্নামেন্ট চলাকালে আল-আমিনের বিরুদ্ধে একরাতে বিনা অনুমতিতে ক্যাসিনোতে যাওয়ার অভিযোগ আনেন তৎকালীন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। কিন্তু অভিযোগের সত্যতা তিনি দিতে পারেননি। তবুও কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ এনে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়। পরে আর দলে ফিরতে পারেননি আল-আমিন।
কিন্তু এই সুজন তখনো ক্যাসিনোতে গিয়ে ধরা পড়েছিলেন। তখন দলের ম্যানেজার ক্যাসিনোতে গিয়ে জুয়া খেললে কিছু হয় না বলেও উত্তর দিয়েছিলেন। শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারিয়েছে। সামনে আছে হোয়াইটওয়াশ হওয়ার শংকা রয়েছে।
দলের এমন বাজে পরিস্থিতির মাঝে ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজনকে কলম্বোর ‘বেলিস ক্যাসিনো’তে যেতে দেখা গেছে। এমন একটি ভিডিও সোশ্যাল সাইটেও ছড়িয়ে পড়েছে। ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সুজন একজন নারী ওয়েটারের হাত থেকে ব্যাংকের এটিএম অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করছেন। এরপর তিনি এগিয়ে যান একটি জুয়ার টেবিলের দিকে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিন্দার ঝড় উঠেছে।
তবে ক্যাসিনোতে খেলার উদ্দেশ্যে নয় বরং বন্ধুর সাথে দেখা করতেই গিয়েছিলেন বলেেএমনটাই সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সিরিজ হেরে যাওয়ায় আপসেট ছিলেন তিনি। তার একজন বন্ধুর সাথে দেখা করতেই সেখানে গিয়েছিলেন। ক্যাসিনোতে শুধু কার্ড খেলা হয় না, খাবারও পাওয়া যায় বলেও জানান তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন