শিরোনাম

প্রচ্ছদ /   হোয়াইট হোয়াশ বাঁচাতে সাকিব যাচ্ছেন শ্রীলঙ্কায়?

হোয়াইট হোয়াশ বাঁচাতে সাকিব যাচ্ছেন শ্রীলঙ্কায়?

Avatar

সোমবার, জুলাই ২৯, ২০১৯

প্রিন্ট করুন

শ্রীঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দুইটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আর একটি ম্যাচ বাকি আছে। হোয়াইটহোয়াশের লজ্জা থেকে বাঁচতে যেভাবেই হোক আগামী ম্যাচে জয় তোলে নিতে হবে তামিমদের। কিন্তু বিশ্বকাপ থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা রয়েছেন বিবর্ণ। একমাত্র বিশ্বসেরা অলরাউন্ডার এবং জাতীয় দলের সহঅধিনায়ক সাকিব আল হাসান ছাড়া কেউই তেমন জ্বলে উঠতে পারেননি।

বিশ্বকাপের পর হজ্জ্ব করার জন্য শ্রীলঙ্কা সফরে যাননি এই অলরাউন্ডার। স্ত্রী এবং সন্তানকে নিয়ে ছুটি কাটাতে আমেরিকা পাড়ি জমিয়েছিলেন তিনি। তবে এবার শোনা যাচ্ছে ভিন্ন খবর। লঙ্কান সিরিজে নিজেদের মান বাঁচাতে এবার সাকিবকে শেষ ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে বিসিবি। বিসিবির একটি ঘনিষ্ট সূত্র থেকে এ খবর জানা যায়। এতোমধ্যে সাকিব দেশে ফিরেছেন।

আগামী ৩১ জুলাই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে খেলানোর জন্য সাকিবকে কলম্বোতে উড়িয়ে নেয়া হতে পারে। এ বিষয়ে বিসিবি কর্মকর্তারা বৈঠক করেছেন একাধিকবার। কারণ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ব্যাটে, বলে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।

তবে আরেকটি সূত্র থেকে জানা যায় আগামী ২ থেকে ৩ আগস্ট হজ্জ্বের উদ্দেশ্যে সৌদি রওনা হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে নিয়ে যাচ্ছেন তার মা কে। ‘মা’ কে নিয়ে হজ্জ্বে যেতেই মূলত দেশে এসেছেন তিনি। আর স্ত্রী এবং একমাত্র সন্তানকে আমেরিকা রেখে এসেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন