২০১৭ সালের পর এবারই টানা চার ওয়ানডে ম্যাচ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর টুর্নামেন্ট শেষেই কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। নতুন করে ভারপ্রাপ্ত কাচ করা হয় বাংলাদশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে।
তবে তার অধীনেও সদ্য শ্রীলঙ্কা সিরিজে ধুকছে বাংলাদেশ দল। তিন ম্যাচ য়োনডে সিরিজের প্রথম দুটিতেই লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ দল একের পর এক ম্যাচ হারার মধ্যে নতুন ঘটনার জন্ম দিলেন সুজন। যখন পরাজয়ের কারণে সবার বাজে সময় যাচ্ছে তখনই দেখা গেল সুজনকে ক্যাসিনোতে জুয়া খেলায় ব্যস্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় নিজের এটিএম কার্ড দিচ্ছেন এক নারীকে। সেখানে তার সঙ্গে আরও বেশ কয়েকজন লোক ছিল। ভিডিওতে দেখা যায় কলম্বোর বেলিস ক্যাসিনোতে তিনি জুয়া খেলায় ব্যস্ত।
এর আগেও বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে ছিলেন সুজন। তবে এবার স্থায়ী কোচ না করা হলে আর ভারপ্রাপ্ত কোচ হবেন না বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই আপাতত শ্রীলঙ্কা সফরের জন্য তাকে কোচ করা হয়।
এর আগে, ২০১৫ বিশ্বকাপ চলাকালে অস্ট্রেলিয়ায় ক্যাসিনো বিতর্কে জড়িয়েছেন তখনকার ম্যানেজার ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিশ্বকাপ চলাকালে ডলার হাতে অস্ট্রেলিয়ার একটি ক্যাসিনোতে দেখা যায় তাকে। সেবার অবশ্য ক্যাসিনোতে যাওয়ার কথাও স্বীকার করছিলেন তিনি। তবে জুয়া খেলার কথা অস্বীকার করেন সুজন।
ভিডিও
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন