শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে যে পুরস্কার দিচ্ছে চট্টগ্রামবাসী

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে যে পুরস্কার দিচ্ছে চট্টগ্রামবাসী

Avatar

সোমবার, জুলাই ২৯, ২০১৯

প্রিন্ট করুন

ইংল্যান্ড বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। ফলে আট নাম্বারে থেকেই বিশ্বকাপ শেষ করতে হয়েছে মাশরাফিদের। তবে দলীয় পারফরম্যান্স বাজে হলেও প্রত্যেকটা ম্যাচে বীরের মত একাই লড়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে করেছেন ৬০৬ রান ও বোলিংয়ে নিয়েছেন ১১টি মূল্যবান উইকেট।

জায়গা করে নিয়েছিলেন আইসিসির সেরা একাদশে। বিশ্বকাপে টুর্নামেন্ট সেরাদের দৌড়েও অনেকটা এগিয়ে ছিলেন। আর বিশ্বকাপে পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।

আগামীকাল মঙ্গলবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণিল আয়োজনে তার হাতে নগর চাবি তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব আর এজন্যই তাকে নগর চাবি দেয়া হচ্ছে এমনটাই বললেনচসিক মেয়র। তিনি কেবল ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করেননি, দেশের মুখও উজ্জ্বল করেছেন। স্থানীয় উদীয়মান ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের প্রথম কোনও খেলোয়াড় নগর চাবি পাচ্ছেন। যে ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল সেখানে সাকিবকে সংবর্ধনা দেওয়া হবে। এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান এবং বিশ্বসেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলীকে এই নগর চাবি দেয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন