জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান গতি তারকা চার্লস ল্যাঙ্গাভেল্ট। বাংলাদেশের দায়িত্ব নিয়েই পেসারদের ধারাবাহিকতা ও ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি। এমনটাই এসেই জানিয়েছেন সাবেক এই প্রোটিয়া পেসার। নতুন বলে সব ফরমেটেই ধারাবাহিক হতে হবে এবং টানা লেন্থে বল ফেলতে হবে হবে এমনটাই আলোচনা করেছেন।
কমপক্ষে ৪ থেকে ৫টা বল লেন্থে রাখা সহ দলের দায়িত্ব নেয়ার পর আমি এগুলো নিয়েই কাজ করবেন তিনি। ঘরের মাঠে বাংলাদেশ বেশিরভাগ সময়ই একজন অথবা দুইজন পেসার নিয়ে খেলে। কিন্তু দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যখন খেলতে যাবেন তখন কমপক্ষে তিনজন পেসার নিয়ে খেলতে হবে। তিনি ফিট তিনজন পেসার খুজে বের করতে চান যারা ধারাবাহিকভাবে লাইন লেন্থ ধরে আক্রমণাত্মক বল করতে পারবে।
২০১৫ সাল থেকে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছিল। আর তা হলো নতুন বলে উইকেট নেয়ার দারুণ ক্ষমতা। বাংলাদেশের বোলারর ইনিংসের শুরুতেই নতুন বলে উইকেট নিয়ে প্রতিপক্ষের কোমর ভেঙে দিতেন। কিন্তু ২০১৯ সালের শুরু থেকে বাংলাদেশের পেসাররা সেটা হারিয়েছেন। এখন পর্যন্ত নতুন বলে প্রথম পাওয়ার প্লেতে নিতে পেরেছেন মাত্র ৭ টি উইকেট। যার স্ট্রাইক রেট ১১৩.১৪ এবং বোলিং গড় হচ্ছে ১০৩। আর এটাই চার্লস ল্যাঙ্গাভেল্টের সামনে এখন এটাই মূল সমস্যা।
উল্লেখ্য, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। তখন প্রোটিয়াদের বোলিং কোচের দায়িত্বে ছিল ল্যাঙ্গাভেল্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। সে সফরে টাইগার পেসাররা নিতে পেরেছিল মাত্র ৯ উইকেট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন