শিরোনাম

প্রচ্ছদ /   তামিম-মাহমুদুল্লাহর অবসর চান ভক্তরা!

তামিম-মাহমুদুল্লাহর অবসর চান ভক্তরা!

Avatar

সোমবার, জুলাই ২৯, ২০১৯

প্রিন্ট করুন

দীর্ঘদিন ধরে ফর্মে নেই বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল এবং সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। গত এক বছরে তেমন কোনো ইনিংসই দেখার মত নেই তামিমের। এছাড়া মাহমুদুল্লাহর ব্যাটও দীর্ঘদিন ধরে অনুজ্জ্বল। গত বিশ্বকাপে দুজনের একটি করে ফিফটি ছাড়া আর কোনো দেখার মত ইনিংস ছিল না। তাও ম্যাচ জেতানো কোনো ইনিংস কারও নেই গত টুর্নামেন্টের আসরে।

তার উপর বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে মাহমুদুল্লাহর ইনজুরির কথা শোনা যাচ্ছিল। চোটের কারণে বিশ্বকাপে বোলিংয়েও দেখা যায়নি তাকে। এছাড়া ম্যাচগুলোতে যখন দলের জয়ের জন্য রান তোলা প্রয়োজন তখন তাকে স্লো ব্যাটিং করতে দেখা গেছে। একারণে মাহমুদুল্লাহকে একাদশের বাইরে রাখতে চেয়েছিলেন  সহঅধিনায়ক সাকিব। কিন্তু অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহঅধিনায়ক সাকিবের কথা শুনেননি। মাশরাফি তার সিদ্ধান্তে অনড় থেকে পরের ম্যাচগুলোতে মাহমুদুল্লাহকে নেন একাদশে। ফলে পরে দলের একাদশ নির্বাচন নিয়ে আর মাথা ঘামাননি সাকিব। পরের ম্যাচগুলোতেও মাহমুদুল্লাহ রানের খরায় ছিলেন।

একারণে ভিতরে ভিতরে দ্বন্দ্ব চলছিল মাশরাফি-সাকিবের। তাছাড়া নিচের দিকে ব্যাটিংয়ের জন্য একটু মন খারাপ ছিল মাহমুদুল্লাহর। চেয়েছিলেন উপরের দিকে ব্যাট করতে এবং নিজেকে উপরের দিকে ব্যাট করার জন্য পারফ্যাক্টও মনে করেন। কিন্তু নির্বাচকরা তাকে নিচের দিকে নামিয়েছেন। এজন্য আলাদা ক্ষোভ ছিল তার মনে। মন খারাপের কারণে শ্রীলঙ্কা সিরিজেও খেলতে চাননি মাহমুদুল্লাহ। কিন্ত লিটন দাস এবং সাকিব না আসায় তাকে লঙ্কানদের বিপক্ষে সিরিজে আসতে হয়েছে। বয়সও ৩৩ বছর হয়ে গেছে মাহমুদুল্লাহর। বয়সের ভারে এবং ইনজুরির কারণে হয়তো আগের মত নিজেকে মেলে ধরতে পারছেন না মাহমুদুল্লাহ এজন্য দেশের ভক্তরা তার অবসর চাচ্ছেন। এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিব্যাক্তি প্রকাশ করছেন ভক্তরা।

অন্যদিকে একবছর ধরে ফর্মে না থেকেও তামিম ইকবালকে শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক করা হয়েছে। তার নেতৃত্বে কাগজেকলমে দুর্বল দল এবং র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকা লঙ্কানদের কাছে পর পর দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজও হারিয়েছে তামিমরা। এজন্য অধিনায়কত্বে পরিবর্তন সহ তামিমেরও ওয়ানডে অবসর চান ক্রিকেটীয় ভক্তরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন