স্লিঙ্গা মালিঙ্গার অবসরে শোকের ছায়া ক্রিকেট বিশ্বে। ক্রিকেট মাঠে একের পর এক কীর্তির অধিকারী তারকা। ডেথ ওভারের ত্রাস মালিঙ্গার জীবনে কালো দাগ-ও রয়েছে। অবসরের সময়েই প্রকাশ্যে এল সমস্ত খবর। তারকা স্পিডস্টার নিজের বাবা-মাকেই আর দেখেন না। সম্পর্ক ত্যাগ করেছেন বহুদিন হল। আন্তর্জাতিক একাধিক প্রচারমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
প্রায় ১০ বছর নিজ গ্রামের বাড়িতে যাননা মালিঙ্গা। মা-বাবার খোঁজ পর্যন্ত নেননা। তারা কোন অবস্থায় আছেন সেই খবরও রাখেননি। গলের রাথগামা গ্রামে জন্মগ্রহণ করেন মালিঙ্গা। সেই গ্রামটি এক সমুদ্রের পাশে। সেখানে সমুদ্রের পাশে বালির মধ্যে নারিকেল নিয়ে বোলিং করতেন তিনি। তাকে ক্রিকেটে তুলে নিয়ে আসেন লংকান কিংবদন্তি চম্পকা রামানায়েকে। বর্তমান তিনি বাংলাদেশের বোলিং পরামর্শক।
এখন মালিঙ্গার গ্রামের বাড়িতে থাকেন শুধু তার মা-বাবা। সেলাইয়ের কাজ করে চলে তাদের সংসার। পেসার মালিঙ্গা থাকেন কলম্বোয়। ১০ বছর গ্রামের বাড়ি যাননি তিনি। ছেলে কলম্বোর জীবনযাত্রা পছন্দ করে এমনটাই জানালেন মালিঙ্গার মা। গলের বাড়িতে মালিঙ্গা আসতে চায় না। চার মাস আগে একবার মালিঙ্গার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার মা-বাবা। তার সঙ্গে দেখা করেছিলেন।
তবে ছেলে ভুলে গেলেও তার মা-বাবা তাকে ভুলতে পারেননি। গ্রামের বাড়িতে ঘরের দেয়ালে রাঙ্গিয়েছেন মালিঙ্গার ছবি দিয়ে। বিভিন্ন খেলার নানা মুহূর্তের ছবি রয়েছে সেখানে। ছবি দেখেই নিজের ছেলেকে মনে আগলে রেখেছেন তারা। এসবের মাধ্যমেই প্রিয় সন্তানকে স্মরণ করেন তার মা-বাবা। অবসরের পর গ্রামের বাড়িতে ফিরে আসবে ছেলে এটাই তাদের প্রত্যাশা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন