শিরোনাম

প্রচ্ছদ /   ছেলেরা হারলেও সিরিজ জিতেছে মেয়েরা

ছেলেরা হারলেও সিরিজ জিতেছে মেয়েরা

Avatar

সোমবার, জুলাই ২৯, ২০১৯

প্রিন্ট করুন

আন-অফিসিয়াল তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে সআগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরকারী বাংলাদেশের মেয়েরা। তবে প্রথম ম্যাচে হেরেছিল সফরকারীরা। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দলকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশীরা।

সিরিজের শেষ ম্যাচে নিগার সুলতানার দলটি উড়িয়ে দিয়েছে প্রোটিয়াদের। ৩২ বল আর ৯ উইকেটেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাতে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ১৭৬ রান। জবাবে ৪৪.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের নারীরা। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার চেট্টি করেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান। ওপেনার সিয়ার্লি ৩৫, ব্রিটজ ২৩ এবং দলপতি ডি নিকার্ক করেন ১৭ রান।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৭ রানে একটি উইকেট নেন নাহিদা আখতার। ১০ ওভারে ৩৪ রান দিয়ে দুটি উইকেট পান খাদিজা তুল কুবরা। ৭ ওভারে ২৪ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন শায়লা শারমিন।

পরে ১৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন এবং শারমিন আখতারের জুটিতে আসে ৭৫ রান।   দুর্দান্ত শুরু করা ওপেনার মুর্শিদা ৪৯ বলে ছয়টি বাউন্ডারি হাঁকিয়ে করেন ৩১ রান। আরেক ওপেনার শারমিন আখতার ১৩৭ বলে ১০টি চারের সাহায্যে করেন অপরাজিত ৮৩ রান। অধিনায়ক নিগার সুলতানা ৮৪ বলে সাতটি বাউন্ডারিতে করেন অপরাজিত ৪৮ রান। পরে শতরানের জুটিতে দলকে জয় এনে দেন শারমিন ও নিগার। ম্যাচ সেরা হয়েছেন শারমিন আখতার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন