আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নতুন এক রেকর্ডের ভাগিদার হলেন মুশফিকুর রহিম। ছয় হাজারি ক্লাবের সদস্য হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের এ মিডলঅর্ডার ব্যাটসম্যান রোববার ৮ রান করে ছয় হাজারি ক্লাবের সদস্য হন। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ছয় হাজার রান করেছেন মুশফিক। তার আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসান ছয় হাজার রান করেছিলেন।
তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের এই তারকা ক্রিকেটার ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি ফিফটির সাহায্যে এই রান করেছিলেন। তবে শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ওয়ানডে ক্রিকেট দ্বিতীয় সর্বোচ্চ ১৪ হাজার ৩৪৩ রান সংগ্রহ করেন। তিনি ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি ফিফটির সাহায্যে এ রান করেন। একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭০৭ রান করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।
দ্বিতীয় ম্যাচেও বাজে পারফরম্যান্সের কারণে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে মাঠে ঠিকতেই পারেনি সফরকারীরা। দিনশেষে তাই পরিণতি ৭ উইকেটের বড় পরাজয়। সঙ্গী এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচ সিরিজ ২-০তে হারের তিক্ত স্বাদ।
শুরুর দিকে একের পর এক উইকেট হারানোকেই হারের অন্যতম কারণ হিসেবে আখ্যা দিয়েছেন মুশফিক। আমাদের তেমন কোনো হিটার ব্যাটসম্যান নেই। শেষের ১০ ওভারে ১০০ রান নিয়ে শুরুর ধাক্কা কাভার করার মত কেউ নেই। ফলে মাঠের প্রতিযোগিতায় টিকে থাকাটা কঠিন হয়ে যায়। আমাদের সাধারণত মিডলঅর্ডারে নির্ভর করতে হয়। সেটি না হওয়াতেই ব্যর্থতা আসছে। এছাড়া নিজের সেঞ্চুরি নয় বরং দলীয় রানের দিকে মনোযোগ থাকায় সেঞ্চুরি মিস করেছে বলেও জানান তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন