বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্লো ইনিংস খেলার কারণে পরের ম্যাচগুলোতে মাহমুদুল্লাহকে একাদশের বাইরে রাখতে চেয়েছিলেন সাকিব। কিন্তু অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহঅধিনায়ক সাকিবের কথা শুনেননি। মাশরাফি তার সিদ্ধান্তে অনড় থেকে পরের ম্যাচগুলোতে মাহমুদুল্লাহকে নেন একাদশে। ফলে পরে দলের একাদশ নির্বাচন নিয়ে আর মাথা ঘামাননি সাকিব। পরের ম্যাচগুলোতেও মাহমুদুল্লাহ রানের খরায় ছিলেন।
বিশ্বকাপে এক ম্যাচে ফিফটি করলেও আউট হয়ে ফেরার পর ড্রেসিং রুমের কেউ হাততালি দিয়ে স্বাগত জানায়নি। এতে তিনি রিয়েক্ট করেন। পরে গুঞ্জন শোনা যাচ্ছিল দলের অন্তঃকোন্দল নিয়ে। যা আজকে সত্যি হল। বিশ্বকাপের পর এজন্য হয়তো শ্রীলঙ্কা সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান।
শ্রীলঙ্কা সিরিজেও মাহমুদুল্লাহ তেমন ভালো করতে পারছেননা। প্রথম ম্যাচে কুশাল পেরেরার গুরুত্বপূর্ণ এক ক্যাচ মিস করেন। দুই ম্যাচে ৩ এবং ৬ রান সহ মাত্র ৯ রান করেছেন। তাছাড়া যখন দলের জয়ের জন্য বড় শট খেলা প্রয়োজন সেসময় খেলেছেন ছোট ছোট শট। বিশ্বকাপ ছাড়া শ্রীলঙ্কা সিরিজেও অতিরিক্ত বল খেয়েছেন তিনি।
এছাড়া নিচের দিকে ব্যাটিংয়ের জন্য একটু মন খারাপ ছিল মাহমুদুল্লাহর। চেয়েছিলেন উপরের দিকে ব্যাট করতে এবং নিজেকে উপরের দিকে ব্যাট করার জন্য পারফ্যাক্টও মনে করেন। কিন্তু নির্বাচকরা তাকে নিচের দিকে নামিয়েছেন। এজন্য আলাদা ক্ষোভ ছিল তার মনে। মন খারাপের কারণে শ্রীলঙ্কা সিরিজেও খেলতে চাননি মাহমুদুল্লাহ। কিন্ত লিটন দাস এবং সাকিব না আসায় তাকে লঙ্কানদের বিপক্ষে সিরিজে আসতে হয়েছে।
সব মিলিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল সাকিবের সঙ্গে মাশরাফির দ্বন্দ্ব। দ্বন্দ্ব সাকিবের মাহমুদুল্লাহর সঙ্গেও। দ্বন্দ্ব যে মাহমুদুল্লাহকে নিয়ে সেটা এবার এক সূত্র থেকে জানা গেছে। হয়তো সেই দ্বন্দ্বের কারণেই বাংলাদশ দলে ফাটল ধরছে।
সূত্রঃ ক্রিকবাজ
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন