শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র সম্পন্ন হলো বাংলাদেশ শ্রীলংকা ম্যাচের টস দেখেনিন ফলাফল

এইমাত্র সম্পন্ন হলো বাংলাদেশ শ্রীলংকা ম্যাচের টস দেখেনিন ফলাফল

Avatar

রবিবার, জুলাই ২৮, ২০১৯

প্রিন্ট করুন

উদ্বোধনী ম্যাচে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তাই জয়ের জন্য মরিয়া বাংলাদেশের কাছে ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

আর বাঁচা-মরার সেই লড়াইয়ে রবিবার (২৮ জুলাই) মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

আগের ম্যাচে জয় দিয়ে লঙ্কানরা বিদায় জানিয়েছে কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গাকে। দ্বিতীয় ম্যাচের একাদশে তার জায়গায় সুযোগ পেতে পারেন দাসুন শানাকা। অন্যদিকে ৯১ রানের বড় পরাজয় বরণ করে নেওয়া বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস নেই। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ঘুরে দাঁড়ানোর জন্য এই দলের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

সুজনের মতে প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশই বাছাই করেছিল টিম ম্যানেজমেন্ট। তাই রবিবারের ম্যাচেও কম্বিনেশন ভাঙ্গা ঠিক হবে না। তাঁর বিশ্বাস তামিম, মুশফিক, রিয়াদরা আরো দায়িত্ব নিয়ে খেলতে পারলে ফলাফলও ইতিবাচক আসবে।

দ্বিতীয় ওয়ানডের আগের দিন সুজন বলেন, ‘আমরা ভালো একাদশই বাছাই করেছিলাম প্রথম ম্যাচের জন্য। সেই বিশ্বাসটি আমার থাকতে হবে এবং আমার আছে যে আমরা ইচ্ছা হলে আরেকটু ভালো করতে পারি এবং আরো দায়িত্ব নিলে হয়তো ভালো হবে। তবে পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি আসলে।’

একাদশে একাধিক পরিবর্তন আনলেই যে দল আশানুরূপ পারফরম্যান্স উপহার দিতে পারবে সর্বদা এই বিষয়টি খাটে না বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক সুজন। আর সেই কারণে পরিবর্তনের পক্ষপাতী নন তিনি।

সুজনের ভাষায়, ‘এরপরেও আমি বিশ্বাস করি যে অনেকগুলো পরিবর্তন আসলে যে ভালো হবে সবসময় সেটা না। আবার অনেক সময় পরিবর্তন আনলে ভালো হয়। যেটা আমি বললাম যে আমরা প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ দিয়েছি।’

রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনতে চাইবে তামিম ইকবালের দল।

টসঃ টসে জিতে ব্যাটিং এ বাংলাদেশ

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা (উইকেটরক্ষক), অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও দাসুন শানাকা।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন