শিরোনাম

প্রচ্ছদ /   শ্রীলঙ্কার সামনে চার বছর পর সিরিজ জয়ের সুযোগ

শ্রীলঙ্কার সামনে চার বছর পর সিরিজ জয়ের সুযোগ

Avatar

রবিবার, জুলাই ২৮, ২০১৯

প্রিন্ট করুন

২০১৫ সালের বিশ্বকাপের পর দেশের মাটিতে কোনো সিরিজ জিতেনি শ্রীলঙ্কা। লঙ্কানদের তারকা ক্রিকেটাররা অবসরে যাওয়ার পর দুর্বল হয়ে পড়েছে দলটি। তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকারাত্নে দিলশানের অবসরের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি লঙ্কানরা।

ঘরের মাঠে তারা সবশেষ ওয়ানডে সিরিজ উইন্ডিজের বিপক্ষে জিতেছে ২০১৫ সালের নভেম্বরে। সেই সিরিজে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। পরে চার বছরেও সিরিজ জয়ের দেখা পায়নি তারা। ওই সিরিজের পর এখন পর্যন্ত নিজেদের মাঠে ৬টি ওয়ানডে সিরিজ খেলেছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এমনকি ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরেছে তারা।

তবে এবার ঘরের মাঠে সুবর্ণ সুযোগ রয়েছে সিরিজ জয়ের। আজ বাংলাদেশের বিপক্ষে জিততে পারলেই সিরিজ জয় করে নিবে লঙ্কানরা। কারণ এর আগের সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিয়েছে করুনারত্নেরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার সিরিজ জয়। অন্যদিকে তামিম ইকবালদের মিশন টানা তিন ওয়ানডে হারের পরে জয়ের পথে ফিরে আসা।

ঘরের মাঠে ওয়ানডে ইতিহাসে এখনও পর্যন্ত ঘরের মাঠে ৪৭টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে তারা জিতেছে ২১টি, হেরেছে ১৭টি এবং টা্ই হয়েছে ৯টি সিরিজ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন