বিশ্বকাপের আসরে বরাবরেই ব্যর্থ বাংলাদেশের ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল। অভিষেকের পর চারটি বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই বাঁহাতি ওপেনার। গেল বিশ্বকাপে ৮ ইনিংস মাত্র একটি অর্ধশতক হাঁকাতে পেরেছেন তিনি। সর্বসাকুল্যে রান করেছেন মাত্র ২৩৫। তবে বিশ্বকাপ ছাড়াও গত এক বছর ধরে রানের খরায় রয়েছেন তামিম।
গত ২৮ জুলাই ২০১৮’তে ওয়ানডে ক্রিকেটে নিজের সবশেষ সেঞ্চুরিটি করেছিলেন তামিম। অর্থাৎ আজ থেকে ঠিক একবছর আগে একই দিনে ১২৪ বলে ১০৩ রানের ইনিংসেই সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। একইসঙ্গে সিরিজটিও জিতে নিয়েছিল ২-১ ব্যবধানে।
পরে আর ২০ ইনিংসে ব্যাট করে একবারের জন্যও তিন অঙ্ক ছুঁতে পারেননি তামিম। এ সময়ে মাত্র করেছেন ৫টি হাফসেঞ্চুরি, সর্বোচ্চ সংগ্রহ ছিল ৮১ রানের অপরাজিত ইনিংস। ২০ ইনিংসের মধ্যে ২ বার আউট হয়েছেন শূন্য রানে ও ৬ বার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। মাত্র ৩১.৪৪ গড় ও ৭৩.৬০ স্ট্রাইকরেটে তামিমের সর্বমোট সংগ্রহ ৫৬৬ রান।
বাংলাদেশ দলের ভালো খেলার জন্য তামিমের ভালো শুরু কতোটা গুরুত্বপূর্ণ তা আর বলে দেয়ার প্রয়োজন নেই। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও পাঁচ রান খেলে আউট হয়েছেন শূন্য রানে। তেমনি করে চলতি ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে শূন্য রানে ফিরে যাওয়ার পর আর ৩১৫ রানের লক্ষ্য ছুঁতে পারেনি টাইগাররা। তামিমের ব্যর্থতা কবে ঘুঁচবে একটাই প্রশ্ন সবার। সবশেষ সেঞ্চুরির ঠিক এক বছর পর আবারও আজকে জ্বলে উঠবে তামিম ইকবালের ব্যাট এটাই সবার আশা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন