শিরোনাম

প্রচ্ছদ /   ভেট্রোরিকে দলে ভিড়াতে যে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে বিসিবিকে

ভেট্রোরিকে দলে ভিড়াতে যে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে বিসিবিকে

Avatar

রবিবার, জুলাই ২৮, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশের কোচিং স্টাফে পরিবর্তন এসেছে। ব্যর্থতার জন্য প্রধান কোচের দায়িত্ব থেকে স্টিভ রোডস, পেস বোলিং কোচের দায়িত্ব থেকে কোর্টনি ওয়ালশ ও স্পিন বোলিং কোচ থেকে সুনিল জোশিকে ছাটাই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৭ জুলাই) বোর্ড মিটিংয়ে বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ চূড়ান্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার চার্ল ল্যাঙ্গেভেল্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর ভাষায়, ‘আমরা ল্যাঙ্গেভেল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। তাঁর সঙ্গে আমাদের সব চুক্তি চূড়ান্ত করা শেষ।’

২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার কোর্টনি ওয়ালশ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ওয়ালশের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। কিন্তু বিশ্বকাপ শেষে ক্যারিবীয় এই সাবেক পেসারের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি।

এবার টাইগারদের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক প্রোটিয়া বোলার ও বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টকে নতুন পেস বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

যে কারণে ইংল্যান্ড থেকে দেশে ফিরে যান ওয়ালশ। তাঁর বিদায়ের পর নতুন কোচের সন্ধানে ছিল বোর্ড। শেষ পর্যন্ত প্রোটিয়া সাবেক পেসার ল্যাঙ্গেভেল্টের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ল্যাঙ্গেভেল্ট। বাংলাদেশের সঙ্গে চুক্তি করার আগে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬টি টেস্ট, ৭২টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ল্যাঙ্গেভেল্ট। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ১৬ উইকেট, ওয়ানডেতে ১০০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১৭ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।

অন্যদিকে স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দিয়েছে বিসিবি। কিন্তু তাকে পূর্ণ মেয়াদে পাচ্ছে না বাংলাদেশ। তিনি চলতি বছর ভারত সফরের আগ থেকে শুরু করে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করবেন। এরপর পরিস্থিতি বুঝে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।স্পিন কোচ হিসেবে চড়া মূল্যে কাজ করবেন কিউই সাবেক স্পিনার ডেনিয়েল ভেট্টোরি।

দীর্ঘ পাঁচ মাস পর বিসিবির বোর্ড সভায় সুনীল যোশীকে বাদ দিয়ে ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে চুক্তির সিদ্ধান্ত হয়েছে। তবে এর জন্য গুনতে হবে বড় অঙ্ক। সাবেক ব্ল্যাকক্যাপ বাহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি দিনপ্রতি দুই হাজার ডলারের বিশাল অংকে একশ দিন কাজ করবেন। ভারত সফরের আগ থেকে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পেস বোলিং কোচ হিসেবে আমরা দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বেছে নিয়েছি। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আগামী ২ বছর কাজ করবেন তিনি। তবে ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে তিনি রাজি হয়েছেন কাজ করতে। অচিরেই চুক্তি করে ফেলা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন