দীর্ঘ শতরানের জুটি ভাঙ্গলেন সৌম্য সরকার। নিজের পঞ্চম ওভারের চতুর্থ বলে ফেরালেন শতক হাঁকানো কুশাল পেরেরাকে। পরের ওভারেই রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কুশল মেন্ডিস। ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী বাংলাদেশ টস হেরে ফিল্ডিং করছে। আর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। এ রিপোর্ট লেখা অবধি, লঙ্কানরা ৩৪.২ ওভারে ৪ উইকেটে তুলেছে ২১২ রান। উইকেটে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস (৩) এবং লাহিরু তিরিমান্নে (০)।
দীর্ঘ তিন বছর ওয়ানডেতে ফেরা পেসার শফিউল ইসলাম ওপেনার আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়ে প্রথম উইকেটটি তোলে নেন।১২তম ওভারে শফিউলের বলে কুশল পেরেরা একটি ডেলিভারি ঠিকমতো খেলতে পারেননি, বল জমে মুশফিকের গ্লাভসে।টাইগারদের আবেদনে সাড়া দিয়ে ক্যাচ আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন লঙ্কান এই ব্যাটসম্যান।
এরপর ৯৭ রানের জুটি গড়েন দিমুথ করুনারত্নে এবং কুশল পেরেরা। ১৫তম ওভারে লঙ্কান দলপতি করুনারত্নেকে ফেরান মিরাজ । সাজঘরে ফেরার আগে লঙ্কান দলপতি ৩৭ বলে চারটি চারের সাহায্যে করেন ৩৬ রান। দলীয় ১০৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। তবে ২৮তম ওভারে মোসাদ্দেককে বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন এবং শফিউল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা এবং লাসিথ মালিঙ্গা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন