শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলে কোন দলের হয়ে খেলতে আসছেন জানালেন কেইন উইলিয়ামসন

বিপিএলে কোন দলের হয়ে খেলতে আসছেন জানালেন কেইন উইলিয়ামসন

Avatar

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯

প্রিন্ট করুন

এবারের বিশ্বকাপের ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়াসন। নিজের খেলা ও ব্যক্তিগত সভ্য আচারণের কারণে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়।

বিশ্ব ক্রিকেটের ‘জেন্টলম্যান’ খেতামম পাওয়া এই ক্রিকেটার এর আগে কখনোই বিপিএল খেলেনি। তবে এবার যে বিপিএলে আসছেন তিনি। এবারের বিপিএল খেলতে আগ্রহী উইলিয়ামসন। কেননা আগামী বছরেই যে টি-২০ বিশ্বকাপ।

ছবিঃ কেইন উইলিয়ামসন

তাইতো সেই লক্ষ্যে নিজের প্রস্তুতি যাচাই করার জন্যই তিনি খেলতে চাচ্ছেন বিপিএল। এমনটাই জানিয়েছে তার এজেন্ট মার্টিন ক্রু। এবারের বিপিএলে ভালো পারিশ্রামিক পেলেই চলে আসবেন তিনি।

এই ব্যাপারে ক্রু বলেন, বিপিএলে এর আগে উইলিয়ামসনকে অফার করেছিল সিলেট। এবার যদি ভালো কোন অফার পায় তাহলে অবশ্যই খেলবেন তিনি।

ছবিঃ সিলেট সিক্সার্স

উল্লেখ্য, ক্রিকেট যদি ‘জেন্টলম্যান্স গেম’ হয়, তবে রবিবাসরীয় লর্ডসে সেই গেমের জেন্টলম্যান নিঃসন্দেহে কেন উইলিয়ামসন। ফাইনালের মেগা ম্যাচে তিনি হারেননি। হারেনি তাঁর দলও। কিন্তু আটের গেরোয় আটকেই অধরা রয়ে গেল ইতিহাস। আট বছরে দু’বার ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হওয়া হল না নিউজিল্যান্ডের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন