আসন্ন উইন্ডিজ সফরে ভারতীয় একাদশে জায়গা হারাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য এক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম। স্কোয়াডে সুযোগ থাকলেও একাদশে প্রথম পছন্দ হিসেবে তাকে আর দেখা হচ্ছে না। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে তরুণ রিশভ পন্তকে প্রাধান্য দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এমএসের (ধোনি) উইন্ডিজে যাওয়া হবে না। বাস্তবতা চিন্তা করলে, সে ভারতীয় দলের উইকেটরক্ষক পজিশনে প্রথম পছন্দ হিসেবে বিদেশ সফরে যাচ্ছে না। রিশভ পন্ত তার জায়গায় খেলবেন এবং স্থায়ী হওয়ার পূর্ব পর্যন্ত নিজেকে তৈরি করবেন। আপনারা সবাই জানেন, সে (ধোনি) ১৫ জনের স্কোয়াডে সুযোগ পেতে পারে কিন্তু সেরা একাদশে নয়। দলের বিভিন্ন বিষয়ে গাইড করার জন্য নির্দেশনার দরকার হবে, সেখানে এমএসের না থাকাটা সমস্যায় ফেলবে। সে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। সে হয়তো অবসর নেবে, এরপরও কেন এত ব্যস্ততা?’
আগামীকাল ১৯ জুলাই উইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করবেন নির্বাচকরা। আগামী তিন আগস্ট থেকে শুরু হওয়া এ সিরিজে তিনটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন