শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলে যে দলের হয়ে চুক্তিবদ্ধ হলেন নবী

বিপিএলে যে দলের হয়ে চুক্তিবদ্ধ হলেন নবী

Avatar

বুধবার, জুলাই ১৭, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলের সপ্তম আসরে আবারো রংপুর রাইডার্সের জার্সি গায়ে খেলতে নামববে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। দীর্ঘ চার বছর পর আবারো তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলে সপ্তম আসরের। সে হিসেব করেই প্লেয়ার ড্রাফটের আগেই দল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় নিজেদের দলকে শক্তিশালী করতে আবারো নবীকে নিজেদের করে নিলো রংপুর রাইডার্স।

এর আগে বিপিএলে বিভিন্ন আসরে বিভিন্ন দলের হয়ে খেলেছেন নবী। বিপিএলের সবশেষ আসরে বিগ ব্যাশের কারনে খেলেননি নবী। আর ২০১৫ সালের বিপিএলে সাকিবের নেতৃত্বে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন নবী। সেই বার ৭ ম্যাচ খেলে ৪ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছিলেন মাত্র ৩৭ রান। আর বোল হাতে নিয়েছিলেন ৭ উইকেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন