শিরোনাম

প্রচ্ছদ /   অবিশ্বাস্য এক লেগ স্পিনারের খোঁজ পেলো বাংলাদেশ

অবিশ্বাস্য এক লেগ স্পিনারের খোঁজ পেলো বাংলাদেশ

Avatar

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯

প্রিন্ট করুন

লেগ স্পিনকে ক্রিকেটের এক ভিন্ন মাত্রায় তুলে রেখে গেছেন শেন ওয়ার্ন-কুম্বলেরা। যে কোন পরিস্থিতিতে ম্যাচের রূপ পাল্টে দিতে পারতেন তারা। দিনে দিনে লেগ স্পিন তাই আরো জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট দলগুলোর কাছে। অ্যাডাম জাম্পা, রশিদ খান, ইমরান তাহিরদের রাজত্ব চলছে বর্তমান সময়ে।

তবে স্পিন শক্তির বাংলাদেশে, এখনো মেলেনি ডান হাতি ম্যাচ উইনার কোন লেগ ব্রেক যাদুকরের। মাঝে যুবায়ের হোসেন লিখনকে নিয়ে স্বপ্ন বোনা হলেও, আড়াল হয়ে যায় অল্প সময়ে।

জাম্পা-রশিদ খানদের পরবর্তী প্রজন্মের ত্রাতা হতে পারেন বাংলাদেশের ক্ষুদে ক্রিকেটার হাসান মাহমুদ তানিম। মাত্র ১১ বছর বয়সেই লেগ ব্রেকে অসাধারণ দক্ষতা অর্জন করেছেন লক্ষীপুরের কমল নগরের এই ক্ষুদে যাদুকর।

এত অল্প বয়সেই প্রায় ৪৫ ডিগ্রি এ্যাঙ্গেলে বল ঘোরাতে পারেন তানিম; দক্ষতা আছে গুগলি কিংবা টপ-স্পিনেও। তানিমের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে, তার দায়িত্ব নিয়েছে হাজির হাট একদশ ক্লাব।ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জানান, উন্নত প্রশিক্ষণ আর সুযোগ-সুবিধা পেলে বিশ্বের অন্যতম লেগ স্পিনার হতে পারবেন তানিম।

এদিকে, তানিমের বোলিং-এর ভিডিও দেখে মুগ্ধ দেশের সাবেক স্পীনার এনামুল হক মনি। বললেন, সঠিক গাইড লাইন পেলে যোগ্য লেগ স্পিনার পাবে দেশ।

ভিডিওটি দেখুন এখানে…

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন