শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলে মোহাম্মদ সাইফুদ্দিন ?

আইপিএলে মোহাম্মদ সাইফুদ্দিন ?

Avatar

শনিবার, জুলাই ১৩, ২০১৯

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা খুব কম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা করে নেওয়ার দিক থেকে বাংলাদেশি ক্রিকেটাররা একটু পিছিয়েই আছেন।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লীগের আসর আইপিএলে খেলার স্বপ্ন থাকে অনেকেরই। তেমনই একজন ক্রিকেটার বাংলাদেশের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

বিশ্বকাপে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তবে এর মধ্যেও ছিল বেশ কিছু অর্জন। যেখানে সবার উপরে থাকবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আর তারপরেই থাকবেন প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

বিশ্বকাপে দারুন পারফর্ম করেছেই এই পেস অলরাউন্ডার। বোল হাতে যেমন নিয়েছেন ১৩ উইকেট। ব্যাট হাতেও ছিলেন খুব একটা মন্দ না। ভারতের বিপক্ষে ম্যাচে যখন সাকিবের আউটের পর সবাই ভেবেছিল তখনই হেরেছে বাংলাদেশ, সে কথাকে মিথ্যে প্রমান করেন সাইফুদ্দিন। লড়াই তরে কাপুনি ধরে দেন কোহলিদের। বিশ্বসেরা বোলিং লাইন আপকে সামলে ৩৮ বলে, ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ফেনী থেকে ফোনে আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকারে সাইফুদ্দিন বললেন, ‘‘ধোনি কেন অধিনায়ক হিসেবে এত সফল, তা জানার চেষ্টা করতাম ছোট থেকেই। বুঝতাম, উইকেটের পিছনে দাঁড়িয়ে আঙুল ও হাতের মাধ্যমে বোলারকে কিছু একটা নির্দেশ দেয়। ভারতের বিরুদ্ধে ব্যাট করার সময় প্রত্যেক বলের আগে এক বার ধোনির দিকে তাকাতাম। লক্ষ্য করতাম হাত দিয়ে ঠিক কী ইশারা করে!’’

কিছু ধরতে পারলেন? তাঁর উত্তর, ‘‘অবশ্যই। হার্দিক বল করার সময় ধোনিকে দেখছিলাম বারবার বুকে হাত দিচ্ছে। তার পরের বলটিই বাউন্সার করছে হার্দিক। তখনই বুঝলাম, এটা বাউন্সারের নির্দেশ। কখনও দেখছিলাম বুমরাকে পায়ের দিকে আঙুল দেখাচ্ছে। পরের বলেই ইয়র্কার ধেয়ে আসছে। এ ভাবেই একাধিক ইঙ্গিত দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করে ধোনি।’’

সাইফউদ্দিন জানিয়েছেন, কলকাতা তার প্রিয় শহর। তাই কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলার ইচ্ছা। আবার ধোনির নেতৃত্বে খেলারও শখ। সেক্ষেত্রে হয়ত চোখ রাখতে হবে চেন্নাই সুপার কিংসে! তবে কলকাতার প্রতি দুর্বলতা প্রকাশ পেল আলাদা করে।

সাইফউদ্দিন বলেন, ‘সব চেয়ে খুশি হব ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পেলে। তা না হলে আমার প্রিয় শহর কলকাতার হয়ে খেলতে চাই। সাকিব (সাকিব আল হাসান, যিনি কলকাতা নাইট রাইডার্সে খেলে পেয়েছিলেন ভীষণ জনপ্রিয়তা ভাইয়ের মতোই এপার বাংলার ভালবাসাও কুড়িয়ে নিতে চাই।’সাইফউদ্দিনের আইপিএল খেলার স্বপ্ন কি পূরণ হবে

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন