শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ পাকিস্তান ম্যাচে যাদেরকে ফেভারিট মানছেন শোয়েব আখতার

বাংলাদেশ পাকিস্তান ম্যাচে যাদেরকে ফেভারিট মানছেন শোয়েব আখতার

Avatar

শুক্রবার, জুন ২৮, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে শোয়েব আখতারের ভবিষ্যৎবাণী! চলতি বিশ্বকাপে দুর্দান্ত লড়ে যাচ্ছে বাংলাদেশ দল। যদিও ৭  ম্যাচ খেলে মাত্র ৩ টিতে জয় পেয়েছে তারা। ৩টি ম্যাচ হেরেছে এবং বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে অবস্থান করছে বাংলাদেশ দল।

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে সামনের দুইটি ম্যাচের দুইটিতেই জিততে হবে বাংলাদেশ দলকে। সেই সঙ্গে বাকি দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ দলকে। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলবে টাইগাররা।

এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আসছে, কে জানে হয়তো লজ্জায় পড়তে হবে পাকিস্তানকে। আরেকবার ৩০০ করে ফেলতে পারে ওরা। পাকিস্তান থেকেও ভালো দল মনে হচ্ছে বাংলাদেশকে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন