বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে শক্তিশালী ইংল্যান্ড।লন্ডনের কেনিংটন ওভালে (দ্য ওভাল) ব্যাট করতে নেমে শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিল ইংল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের সমীহ করছে দক্ষিণ আফ্রিকা। দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক মনে করেন বাংলাদেশ যথেষ্ঠ ভালো দল।ইংল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পাওয়া প্রোটিয়ারা বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। ইংল্যান্ড ম্যাচ থেকে ইতিবাচক ধারণা নিয়ে রবিবার টাইগারদের মোকাবেলা করতে চায় তাঁরা।
‘এখন আমরা জানি, উইকেটে কি হয়েছিল। আমাদের এখন উন্নতি করা উচিত। কিন্তু বলতে চাই যে, বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো করতে চাই এবং আমরা জানি তাঁরা কতটা ভালো খেলে। তারাও ভালো দল। ইতিবাচক ধারণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ আসর শুরু করা দক্ষিণ আফ্রিকা এখানেই সব কিছুর শেষ দেখছে না। ভালো শুরু না পেলেও আত্মবিশ্বাস নিয়ে এই বিশ্ব আসর শেষ করতে চায় দলটি।
‘এটা শুধুমাত্র শুরু। আমরা এমন ভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইনি। এখন দেখার বিষয় আমরা কিভাবে শেষ করি। সেই লক্ষ্যে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি।’
আগামী রবিবার দ্যা ওভালে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে প্রোটিয়ারা। সামর্থ্যের সেরাটা দিয়ে এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে দক্ষিণ আফ্রিকা দল।
ডু প্লেসিস বলেন, আমি মনে করি আমরা তিন বিভাগেই বহু ভূল করেছি। প্রথমত আমরা ইনিংসের ১২ ওভারের মধ্যেই প্রথম তিনজন ব্যাটসম্যানকে হারিয়েছি। বোলিংয়েও আমরা ৩৩০-৩৪০ লক্ষ্য এগোচ্ছিলাম। কিন্তু যখন পেসাররা ঘুড়ে দাড়ালো তখনও তাদের সংগ্রহ তিনশ ছুই ছুই অবস্থানে ছিল।
আমরা মনে করি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচই ছন্দ ফিরে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন। তাই আমরা আগামী ম্যাচের দিকেই এখন নজর দিচ্ছি।
আমাদের জন্য আপাতত ভালো সংবাদ হচ্ছে আমলা ফিরে এসেছে। তার চোট গুরুত্বর নয়। ডেইল স্টেইনও একাদশে ফিরছে। আমি মনে করি স্টেইন-রাবাদাদের মিশ্রনে যখন আমরা দলটাকে গুছিয়ে নিবো তখন যেকোনো দলকেই এই বিশ্বকাপে ৩০০ রানের নিচে রাখবো।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন