বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে শক্তিশালী ইংল্যান্ড।লন্ডনের কেনিংটন ওভালে (দ্য ওভাল) ব্যাট করতে নেমে শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিল ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলার সাঁড়াসি আক্রমণের শিকার প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদেরকে থেমে যেতে হলো ৩৯.৫ ওভারে মাত্র ২০৭ রানের মাথায়।
ফলে ১০৪ রানের আনায়স জয় নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিক ইংলিশরা। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস।
ব্যাট হাতে ৮৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সেরার পুরুষ্কারও পেয়েছেন তিনি।
অন্যদিকে স্টোকস-রুটদের জ্বলে ওঠার দিনে তেমন দূর্দান্ত ক্রিকেট উপহার দিতে পারেনি প্রোটিয়ারা। ব্যাট হাতে ডি ককের ৬৮ ও ডুসেনের ৫০ বাদে আর কোনো ব্যাটসম্যানই জ্বলে উঠতে পারেনি।
ম্যাচ শেষে আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিসও তাই স্বীকার করে নিয়েছেন। উদ্বোধনী ম্যাচেই দলের এমন পরাজয়ের জন্য তিন বিভাগের ব্যর্থতাকেই দায়ী করছেন। তবে সামনের ম্যাচগুলোতে ঘুড়ে দাড়ানোর কথাও জোড় গলায় বলেছেন।
ডু প্লেসিস বলেন, আমি মনে করি আমরা তিন বিভাগেই বহু ভূল করেছি। প্রথমত আমরা ইনিংসের ১২ ওভারের মধ্যেই প্রথম তিনজন ব্যাটসম্যানকে হারিয়েছি। বোলিংয়েও আমরা ৩৩০-৩৪০ লক্ষ্য এগোচ্ছিলাম। কিন্তু যখন পেসাররা ঘুড়ে দাড়ালো তখনও তাদের সংগ্রহ তিনশ ছুই ছুই অবস্থানে ছিল।
আমরা মনে করি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচই ছন্দ ফিরে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন। তাই আমরা আগামী ম্যাচের দিকেই এখন নজর দিচ্ছি।
আমাদের জন্য আপাতত ভালো সংবাদ হচ্ছে আমলা ফিরে এসেছে। তার চোট গুরুত্বর নয়। ডেইল স্টেইনও একাদশে ফিরছে। আমি মনে করি স্টেইন-রাবাদাদের মিশ্রনে যখন আমরা দলটাকে গুছিয়ে নিবো তখন যেকোনো দলকেই এই বিশ্বকাপে ৩০০ রানের নিচে রাখবো।
উল্লেখ্য, আগামী ২ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মোকাবেল করবে দক্ষিন আফ্রিকা। তার আগেই স্টেইন-আমলাদের নিয়ে প্রোটিয়া অধিনায়কের এই জোড় আত্মবিশ্বাস বাংলাদেশের জন্য সতর্কতাই বটে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন