শিরোনাম

প্রচ্ছদ /   হঠাৎ করে গুরুতর ইনজুরিতে তামিম সবাই দোয়া করবেন

হঠাৎ করে গুরুতর ইনজুরিতে তামিম সবাই দোয়া করবেন

Avatar

শুক্রবার, মে ৩১, ২০১৯

প্রিন্ট করুন

গতকাল ৩০ মে বৃহস্পতিবার ইংল্যান্ড-দক্ষিন আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা নামছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে প্রোটিয়ারা।

আর তাই এ ম্যাচের হার ভুলে পরের ম্যাচে ঘুরে দাড়াতে দৃঢ় প্রত্যয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সামনের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়ারা পাচ্ছে বাংলাদেশকে। আগামী ২ জুন প্রোটিয়াদের প্রতিপক্ষ টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দেশসেরা ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। লন্ডনে শুক্রবার অনুশীলনের সময় বাম হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ওপেনার।

থ্রো ডাউনের সময় বাম হাতের কবজিতে বল লেগেছে তাঁর। জানা গেছে, খুব দ্রুত তামিমের হাতে এক্স রে করানো হবে। তবে তামিমের ইনজুরি গুরুতর কিনা তা এখনই বলতে নারাজ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এই মুহুর্তে দলের সংঙ্গে থাকা বাশার জানান, ‘আগে থেকে কিছুই বলা যাচ্ছে না। তামিমের হাত এক্সরে করে দেখা হবে। হাতে চিড় ধরা পরলে আমরা তাঁকে বিশ্রামে রাখব, নয়তো সে খেলবে।’

আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। তামিমের ইনজুরি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম একাদশে সুযোগ না পেলে কপাল খুলে যাবে আরেক ওপেনার লিটন দাসের, যিনি শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে তামিমের বদলী হিসেবে ইনিংসের সূচনা করেছেন। সেই ম্যাচে ৯০ বল খেলে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন লিটন।

নিকট অতীতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে (বাংলাদেশ-শ্রীলংকা) ইনজুরিতে পড়েছিলেন তামিম। সেই ম্যাচে সুরাঙ্গা লাকমলের শর্ট পিচ বলে আঙুলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম।

সেই ইনিংসে পুনরায় নামলেও এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে আর খেলা হয়নি তামিমের। একই কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও খেলেননি তামিম। এরপর উইন্ডিজ সিরিজের মাধ্যমেই পুনরায় ক্রিকেটে ফিরেছিলেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন