গতকাল ৩০ মে বৃহস্পতিবার ইংল্যান্ড-দক্ষিন আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা নামছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে প্রোটিয়ারা।
আর তাই এ ম্যাচের হার ভুলে পরের ম্যাচে ঘুরে দাড়াতে দৃঢ় প্রত্যয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সামনের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়ারা পাচ্ছে বাংলাদেশকে। আগামী ২ জুন প্রোটিয়াদের প্রতিপক্ষ টাইগাররা।
এদিকে বাংলাদেশ জাতীয় দলে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে অনেকটা নিশ্চিত ছিলেন লিটন দাস। ডানহাতি ব্যাটসম্যান এবং হার্ড হিটার হওয়ার সুবাধে পেতেন সুযোগ। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বারবার।
জুনের দুই তারিখে লন্ডনে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা করছে বাংলাদেশ। ওইরকম কন্ডিশনে খেলে তুলনামূলক বেশি অভ্যস্ত প্রোটিয়ারা। তাঁদের চমকে দেওয়ার স্পৃহা বাংলাদেশ দলের।
বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস জানিয়েছেন এমনটাই। ম্যাচটি চ্যালেঞ্জিং হলেও নিজেদের দিনে যে কাউকেই হারাতে পারে বাংলাদেশ, মনে করিয়ে দিয়েছেন লিটন।
‘দক্ষিণ আফ্রিকার ভালো বোলিং লাইনআপ আছে, ব্যাটসম্যান আছে। ওরা এসব কন্ডিশনে খেলে অভ্যস্ত। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, তবে এমন না যে আমরা পারব না। আমরা যদি ভালো খেলি, সেদিন অবশ্যই আমরা জিততে পারব।’
‘প্রথম বা শেষ ম্যাচ না, আমরা সব ম্যাচই চিন্তা করব জেতার। জেতার জন্যই এসেছি এখানে। জেতার মনোভাব নিয়েই নামব। সেমিফাইনালে যেতে হলে আমাদের জয় ছাড়া বিকল্প নেই। মনোভাব থাকবে জেতার।’
ক্যানিংটন ওভালের উইকেট ভারত-নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচে তুলনামূলক মন্থর ছিল। আবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ) একই উইকেটই ছিল ফ্ল্যাট।
একারণে ম্যাচের দিন উইকেট বুঝেই মানসিকভাবে নিজেদের শানিত করতে চান টাইগাররা। লিটন জানান,
‘আমার কাছে মনে হয় যেদিন যে উইকেটে খেলা হবে ওইদিন ওই উইকেটের প্রস্তুতি নেওয়াই ভালো হবে। নয়তো চিন্তা করলাম সেখানে সুইং হবে, দেখা যাবে সুইং নাও করতে পারে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন