হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি আবারও এই চোটে পড়েছেন। তবে, চোটের অবস্থা যাই হোক, আগামী ২ জুন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেই ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মাশরাফি। সেই চোটের কারণে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অনিশ্চিত ছিলেন তিনি।
তবে সেই শঙ্কা কাটিয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছেন তিনি। নতুন বলে টানা দুই মেডেন দিয়ে ইনিংস শুরু করা মাশরাফি ভারতের বিপক্ষে টানা ৬ ওভারের স্পেল করেন। শেষ ওভারে আবারও হ্যামস্ট্রিংয় টান লাগে তাঁর।
ফলে মাঠ ছাড়তে বাধ্য হন। ‘বিডিনিউজটুয়েন্টিফোরকে’ মাশরাফি জানিয়েছেন চাইলে ৪-৫ ওভার পরেই থামতে পারতেন। তবে, প্রস্তুতির কথা ভেবেই ৬ ওভার বোলিং করেছেন তিনি।
‘এসব ক্ষেত্রে আমার আসলে অনেক সময় সমস্যা হয় প্রথম ১-২ ওভার করতে। সেটুকু করতে পারলে পরে আর সমস্যা হয় না। আজকেও হচ্ছিল না। কিন্তু ষষ্ঠ ওভারে টান লেগে গেল। ৪-৫ ওভারে থামতে পারতাম। কিন্তু ওই সময় রোহিত ও কোহলি বেশ অস্থির হয়ে উঠছিল রানের জন্য, শট খেলতে চাচ্ছিল বারবার। মনে হলো, এমন আক্রমণের সামনে প্র্যাকটিস করা জরুরি।’
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে মাশরাফির অবস্থা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ দলের ফিজিও তিহান চন্দ্রমোহন। এই চোটের কারণে মাশরাফি্র ৫-৬ দিনের বিশ্রাম নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
তবে, বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হতে বাকি মাত্র ৩ দিন। এরই মধ্যে নিজেকে ফিট করে মাঠে নামতে চাইবেন মাশরাফি। পুরো ফিট না হলেও এই ম্যাচটি তিনি হাতছাড়া করতে চাইবেন না।তবে চোটের কারণে যদি দলে মাশরাফি না থাকতে পারেন তাহলে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে বিশ্বসেরা অলরাঊন্ডার সাকিব আল হাসানকে।
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ ১)তামিম ২)সৌম্য ৩)সাকিব ৪)মুশফিক ৫)লিটন/মিথুন ৬)মাহমুদুল্লাহ ৭)সাব্বির/মোসাদ্দেক ৮)সাইফুদ্দিন/মিরাজ ৯)মাশরাফি ১০)রুবেল ১১)মুস্তাফিজ
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন