শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের নতুন সময় নির্ধারণ করল আইসিসি

বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের নতুন সময় নির্ধারণ করল আইসিসি

Avatar

রবিবার, মে ২৬, ২০১৯

প্রিন্ট করুন

বৃষ্টি যেন পিছুই ছাড়ছেনা টিম টাইগারের। ট্রাইসিরিজে বৃষ্টিতে একটি ম্যাচ পরিত্যক্ত ও ফাইনাল কার্টেল ওভারে খেলা হওয়ার পর আজ পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে কার্ডিফে হানা দিয়েছে বৃষ্টি। খেলা শুরু হওয়া নিয়ে দেখানদিয়েছে বড় শঙ্কা।

বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে পাকিস্তানের বিপক্ষে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটির। তবে ভারী বর্ষণের কারণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে।

এদিকে আজ পাকিস্তানিদের মুখোমুখি হওয়ার আগে অবশ্য আত্মবিশ্বাসের দিক থেকে যথেষ্ট এগিয়েই থাকছে টাইগাররা। কারণ সম্প্রতি আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে তারা। দলের সদস্যরাও রয়েছেন দারুণ ফর্মে।

এদিকে আইসিসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি না থামলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ার্মআপ ম্যাচ বাংলাদেশ সময় ৮টা ০২ মিনিটে অনুষ্ঠিত। সেক্ষেত্রে ম্যাচের নির্ধারিত ওভার কমে দাঁড়াবে ২০ ওভারে।

বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। মাত্র কিছুদিন আগেই আয়ারল্যান্ডে ট্রাই সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। এছাড়া পাকিস্তানের বিপক্ষে গত চার ওয়ানডেতে চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তাই ম্যাচ শুরুর আগে আত্ববিশ্বাসে পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে বাংলাদেশ।

অন্যদিকে টানা ১১ ওয়ানডে হেরে আত্ববিশ্বাস তলানিতে সরফরাজ বাহিনীর। এছাড়া গত ম্যাচে আফগানিস্তানের সাথেও হেরেছে তারা। তাই বিশ্বকাপের আগে নিজেদের আত্ববিশ্বাস ফিরিয়ে আনতে আজ জিততে মরিয়া থাকবে পাকিস্তান।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, সাইফউদ্দিন।

পাকিস্তান দল : ইমাম উল হক, বাবর আজম, ফখর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, শাহিদ আফ্রিদি, আসিফ আলি, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন