বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশে পর এবার ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। যার প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র্র্যাংকিংয়ে। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হওয়ার ফলে রেটিং পয়েন্টে বাংলাদেশের।
সে দিক দিয়ে পাকিস্তানের থেকে মাত্র চার রেটিং পয়েন্ট কম বাংলাদেশের। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে র্র্যাংকিংয়ে সপ্তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। আর ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান।
অন্যদিকে বাংলাদেশের থেকে ১৩ রেটিং পয়েন্ট কম নিয়ে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে র্র্যাংকিংয়ে টপ পজিশনে রয়েছে ইংল্যান্ড। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে টপে রয়েছে তারা। আর ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন